ঢাকা শনিবার, ২৫ মার্চ ২০২৩ , ১০ চৈত্র ১৪২৯ আর্কাইভস ই পেপার

Udvash
Retina
Retina
Udvash
Retina
Retina

পদ্মা সেতুর নাট-বল্টু খুলে টিকটক ভিডিও করা সেই বায়জিদের জামিন

জাতীয়

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫:৪২, ৬ ফেব্রুয়ারি ২০২৩

পদ্মা সেতুর নাট-বল্টু খুলে টিকটক ভিডিও করা সেই বায়জিদের জামিন

পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টু খুলে টিকটক করা যুবক বায়জিদ তালহাকে হাইকোর্টের দেয়া জামিন আপিল বিভাগে বহাল রাখা হয়েছে।

হাইকোর্টের দেয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে সোমবার (৬ ফেব্রুয়ারি) হাইকোর্টের আদেশ বহাল রাখার রায় দেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বেঞ্চ।

এ মামলায় নিম্ন আদালতে জামিন চেয়ে ব্যর্থ হওয়ায় পর হাইকোর্টে জামিন আবেদন করেন বায়জিদ তালহা। আবেদনের শুনানি নিয়ে গত বছরের ১৪ সেপ্টেম্বর হাইকোর্ট তাকে জামিন দিয়ে রুল জারি করেন। ওই জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। একই বছরের ১৮ সেপ্টেম্বর তার জামিন স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত।

এরই ধারাবাহিকতায় জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন আপিল বিভাগে শুনানির জন্য উঠে।
প্রসঙ্গত, পদ্মা সেতু উদ্বোধনের পর একটি টিকটক ভিডিওতে দেখা যায়, ওই যুবক হাত দিয়েই পদ্মা সেতুর রেলিংয়ের নাট খুলে ফেলেন। এ সময় পদ্মা সেতু নিয়ে একাধিক মন্তব্য করেন বায়জিদ।

পরে ভিডিওটি ভাইরাল হলে গত বছরের ২৬ জুন বিকেলে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে টিকটক করা এই যুবককে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে দায়ের করা হয় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা।

জনপ্রিয়