ঢাকা রোববার, ০৪ মে ২০২৫ , ২০ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

চিন্ময় দাসের জামিন শুনানি আজ

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫০, ৪ মে ২০২৫

সর্বশেষ

চিন্ময় দাসের জামিন শুনানি আজ

রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন পাওয়া সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আদেশ স্থগিত চেয়ে করা রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি হবে আজ রোববার (৪ মে)।

দুপুরে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালতে এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গত বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ বলেন, রোববার শুনানি হবে।

চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য জানান, হাইকোর্ট জামিন দিলেও দ্রুত মুক্তি পাচ্ছেন না তিনি। কারণ, আদেশের কপি নিম্ন আদালত হয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পৌঁছাতে কয়েক দিন সময় লাগতে পারে।

তিনি আরও বলেন, গত পরশু কারাফটকে গিয়ে তার মায়ের সঙ্গে দেখা করেছি। চিন্ময় কৃষ্ণ দাস মোটামুটি ভালো আছেন, তবে শরীরের ওজন প্রায় ৭ কেজি কমেছে।

এর আগে হাইকোর্টের বিচারপতি আতোয়ার রহমান খান ও বিচারপতি আলী রেজার সমন্বয়ে গঠিত বেঞ্চ চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মঞ্জুর করেন এবং তার জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করেন।

তবে জামিন আদেশের পর সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে চেম্বার আদালতে আবেদনের পর তা স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক।

এদিকে, বিষয়টি ঘিরে চট্টগ্রাম আদালত এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আদালতে প্রবেশপথে বসানো হয়েছে চেকপোস্ট; চলছে তল্লাশি। বিচারপ্রার্থী সাধারণ মানুষসহ ডিসি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের জিজ্ঞাসাবাদের মুখে প্রবেশ করতে হচ্ছে আদালত প্রাঙ্গণে।

জনপ্রিয়