ঢাকা রোববার, ১১ মে ২০২৫ , ২৭ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে: জয়নুল আবদিন ফারুক

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৩, ৭ মে ২০২৫

আপডেট: ১৬:৫৯, ৭ মে ২০২৫

সর্বশেষ

ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে: জয়নুল আবদিন ফারুক

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। সরকারের উদ্দেশ্যে

তিনি বলেন, এমন সংস্কারে হাত দেবেন না, যেটা নির্বাচনকে বিলম্বিত করে।

বুধবার (৭ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় নাগরিক পরিষদের উদ্যোগে আয়োজিত জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ এবং সংসদ নির্বাচনের আগে আওয়ামী মাফিয়া অবৈধ অস্ত্র ব্যবহারকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবিতে প্রতীকী অবস্থানে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে প্রধান অতিথির বক্তব্যে ফারুক বলেন, আপনি যদি একটি সুষ্ঠু ভোট করে দিতে পারেন তাহলে দেশের মানুষ তার পছন্দের দলকে ভোট দিয়ে সংসদ করবে। সেই সংসদে ৩১ দফা দাবি পূর্ণ বাস্তবায়ন করে দেশ পরিচালনা হবে।

তিনি বলেন, জানতে পারলাম একটি মানবিক কারণে করিডোর দেওয়া হচ্ছে। ড. মো. ইউনূস আপনি পৃথিবীর ইতিহাসে আমাদেরকে সম্মান এনে দিয়েছেন। সম্মানিত ব্যক্তি হিসেবে আপনি এখনো মানুষের মনে আছেন। কিন্তু কোথাও যে একটা দাবা খেলা হচ্ছে। কোথাও যেন নির্বাচন নিয়ে একটা চক্রান্ত হচ্ছে। কোথাও যেন আপনাকে বাধা দেয়ার চেষ্টা হচ্ছে। সে বিষয়ে আপনাকে অবহিত হতেই হবে। আপনার এডভাইজারদেরকেও সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, রাখাইনকে মানবিক করিডোর না দিয়ে, তাদেরকে মানবিকভাবে সহায়তা করার শক্তি বাংলাদেশের আছে। ইতিপূর্বে লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ বিশ্ব দরবারে সুনাম অর্জন করেছে। বিগত ১৬ বছরে আওয়ামী লীগ ও তাদের নেতারা বাংলাদেশের যে সম্পদ লুট করেছে, যদি এ সরকার চেষ্টা করে এই সম্পদগুলো উদ্ধার করে রাখাইনের জন্য একটা দ্বীপ রাষ্ট্র কিনে নিতে পারেন। কিন্তু বাংলাদেশে এমন সমস্যা সৃষ্টি করা যাবে না, যাতে আমরা আবারও কোনো ষড়যন্ত্রে পড়ে যাই। আবারও যেন আমাদেরকে এই করিডোর নিয়ে আন্দোলন করতে না হয়।

 

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

 

জনপ্রিয়