ঢাকা বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ , ২৪ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ভিসা ইস্যুতে অগ্রগতি, আমিরাতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ প্রধান উপদেষ্টার

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৯, ৭ মে ২০২৫

সর্বশেষ

ভিসা ইস্যুতে অগ্রগতি, আমিরাতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ প্রধান উপদেষ্টার

বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া পুনরায় চালু ও বিনিয়োগের আগ্রহের জন্য সংযুক্ত আরব আমিরাতকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি দেশটির সহনশীলতা ও সহাবস্থান বিষয়ক মন্ত্রী শেখ নাহায়ান বিন মোবারক আল নাহায়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বুধবার (৭ মে) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে শেখ নাহায়ানের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। প্রতিনিধি দলটি দুপুর ২টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানান প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।

বৈঠকে শেখ নাহায়ান বলেন, “আমাদের প্রেসিডেন্টের নির্দেশে আমি এখানে এসেছি বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সংহতির বার্তা নিয়ে। আমরা ভিসা থেকে বিনিয়োগ—সবক্ষেত্রে সহযোগিতা করতে প্রস্তুত।”

প্রধান উপদেষ্টা ইউনূস এ সময় বলেন, “আমরা এই সম্পৃক্ততা ও সমর্থনকে স্বাগত জানাই। দরজা খোলার জন্য আপনাদের ধন্যবাদ। কিছু বিষয়ে এখনো অগ্রগতি প্রয়োজন, আমরা একসঙ্গে কাজ করে সেগুলো সমাধান করবো।”

সংযুক্ত আরব আমিরাত সম্প্রতি প্রতিদিন ৩০ থেকে ৫০টি ভিজিট ভিসা ইস্যু করছে। ব্যবসায়ীদের জন্য বাল্ক ভিসা প্রক্রিয়া দ্রুততর করা হয়েছে এবং দক্ষ কর্মীদের জন্য অনলাইন ভিসা সিস্টেম পুনরায় চালু করা হয়েছে। বিপণন ব্যবস্থাপক, হোটেলকর্মী ও নিরাপত্তাকর্মীদের জন্য ভিসা ইতোমধ্যেই ইস্যু করা হয়েছে, আর পাইপলাইনে রয়েছে আরও হাজারখানেক অনুমোদনপ্রাপ্ত আবেদন।

বৈঠকে ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামিদ এবং আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে প্রতিনিধি দলটি ঢাকা ত্যাগ করে।

জনপ্রিয়