ঢাকা বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ , ২৪ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

লাহোরে বিস্ফোরণের শব্দ

আন্তর্জাতিক

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১:৪২, ৮ মে ২০২৫

আপডেট: ১১:৫১, ৮ মে ২০২৫

সর্বশেষ

লাহোরে বিস্ফোরণের শব্দ

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে আজ বৃহস্পতিবার সকালে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।স্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এই খবর নিশ্চিত করেছে।

প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

তবে পাকিস্তানি টেলিভিশন চ্যানেল সামা টিভি এক প্রতিবেদনে জানায়, লাহোর শহরের ওয়ালটন রোড এলাকায় একটি ভারতীয় গুপ্তচর ড্রোন ভূপাতিত করা হয়েছে। এ বিষয়ে স্থানীয় পুলিশ কর্মকর্তারাও বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানের তিনটি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো বলছে করাচি, লাহোর এবং সিয়ালকোট বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএ) জানিয়েছে, লাহোর ও সিয়ালকোট বিমানবন্দর থেকে স্থানীয় সময় দুপুর ১২টা পর্যন্ত (গ্রিনিচ মান সময় সকাল ৭টা) কোনো ফ্লাইট ছেড়ে যাবে না বা অবতরণ করবে না। করাচি বিমানবন্দর সম্পর্কিত বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি, তবে নিরাপত্তা সতর্কতার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

জনপ্রিয়