ঢাকা বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ , ২৪ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক অন্তত ৮০

আন্তর্জাতিক

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪:০২, ৮ মে ২০২৫

সর্বশেষ

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক অন্তত ৮০

ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ করায় কলম্বিয়া ইউনিভার্সিটির কয়েক ডজন শিক্ষার্থীকে আটক করেছে মার্কিন পুলিশ।

সোশাল মিডিয়ায় প্রকাশিত ভিডিয়ো অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের মূল গ্রন্থাগারের ভেতরে টেবিলে দাঁড়িয়ে স্লোগান দেয়ার পাশাপাশি ঢোল বাজাচ্ছিলেন তারা।

ফিলিস্তিনপন্থি শিক্ষার্থী গোষ্ঠী ‘কলম্বিয়া ইউনিভার্সিটি অ্যাপার্থেইড ডাইভেস্ট’ বলছে, ইসরায়েলের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের যোগসূত্রের প্রতিবাদে তারা গ্রন্থাগার দখলে নেন।

তারা অনলাইন পাবলিশিং প্লাটফর্ম সাবস্ট্যাকে লিখেছেন, ১০০ জনের বেশি মানুষ বাটলার লাইব্রেরিতে জড়ো হয়ে নাম বদলে ‘বাসেল আল-আরাজ পপুলার ইউনিভার্সিটি’ করেছে।

আল জাজিরা লিখেছে, এই নামকরণ করা হয় ফিলিস্তিনি আন্দোলনকারী ও লেখক বাসেল আল-আরাজের নামে, যাকে ২০১৭ খ্রিষ্টাব্দে ইসরায়েলি বাহিনী হত্যা করে।

কলম্বিয়া ইউনিভার্সিটি অ্যাপার্থেইড ডাইভেস্ট লিখেছে, যতদিন সাম্রাজ্যবাদী সহিংসতা থেকে কলাম্বিয়া অর্থায়ন ও লাভবান হতে থাকবে, ততদিন কলাম্বিয়ার মুনাফা ও বৈধতা প্রশ্নে জনতা যে বাধা হয়ে দাঁড়াবে তা এই জমায়েত প্রমাণ করে। দমন-পীড়নই প্রতিরোধের জন্ম দেয়- কলাম্বিয়া যদি দমন-পীড়ন বাড়ায়, জনতা এই ক্যাম্পাসের কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটাতে থাকবে।

এই বিক্ষোভকে ‘সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য’ মন্তব্য করে এর নিন্দা জানিয়েছেন কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ক্লেয়ার শিপম্যান।

তিনি বলেন, বিক্ষোভকারীরা পরিচয় জানাতে ও ভবন ত্যাগে অস্বীকৃতি জানালে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা পুলিশ ডাকেন।

আমাদের অ্যাকাডেমিক কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি সহ্য করা হবে না এবং এটি আমাদের নিয়ম ও নীতিমালা লঙ্ঘনের শামিল; বিশেষ করে যখন আমাদের শিক্ষার্থীরা ফাইনাল পরীক্ষার জন্য পড়াশোনা ও প্রস্তুতি নিচ্ছে, তখন এমন কর্মকাণ্ড সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য।

শিপম্যান বলেন, কলম্বিয়া আমাদের ক্যাম্পাসে সহিংসতা, ইহুদিবিদ্বেষ এবং সব ধরনের ঘৃণা ও বৈষম্যের তীব্র নিন্দা জানায়, যার কিছু আমরা আজ দেখেছি।

কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ক্লেয়ার শিপম্যান বলেন, লোকজন জোর করে ভবনে ঢোকার চেষ্টা করলে বিশ্ববিদ্যালয়ের দুই নিরাপত্তা কর্মকর্তা আহত হন।

নিউ ইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) এক বিবৃতিতে বলেছে, বিক্ষোভকারীদের মৌখিকভাবে সতর্ক করা হয়েছিল। নির্দেশনা অমান্যকারী ‘একাধিক ব্যক্তিকে’ হেফাজতে নেয়া হয়েছে।

নিউ ইয়র্কের রেডিও স্টেশন উইনস জানিয়েছে, প্রায় ৮০ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।

আল জাজিরা লিখেছে, গাজায় ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে গতবছর যখন যুক্তরাষ্ট্রের শতাধিক ক্যাম্পাসে ছাত্র বিক্ষোভ হয়, তখন শীর্ষস্থানীয় মার্কিন শিক্ষাপ্রতিষ্ঠান কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় ব্যাপক বিক্ষোভের সাক্ষী হয়েছিল।

জনপ্রিয়