
সংস্কার বিচার এবং নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টের সঙ্গে আলোচনা করেছে বিএনপি। শনিবার রাতে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। চার সদস্যের প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার কাছে মোটা দাগে বিতর্কিত উপদেষ্টাদের পদত্যাগ এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছেন।
সাংবাদিকদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন বলেন, বিএনপি ক্ষমতায় গেলে স্বাধীন বিচারব্যবস্থা প্রতিষ্ঠা করে ফ্যাসিস্টদের বিচার নিশ্চিত করবে। তবে প্রধান উপদেষ্টা এ বিষয়ে এখনই বিএনপিকে কোনো প্রতিক্রিয়া জানাননি।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিচারের প্রশ্নে প্রধান উপদেষ্টা এবং বিএনপি একমত হয়েছে।
সালাউদ্দিন আহমেদ জানান, দুজন ছাত্র উপদেষ্টা এবং নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ চেয়েছে বিএনপি। যাদের কারণে বর্তমান সরকারের নিরপেক্ষতা ইতিমধ্যে ক্ষুন্ণ হয়েছে।
এর আগে শনিবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে উদ্বেগ, উৎকণ্ঠা এবং গুঞ্জনের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধিদলের বৈঠক শুরু হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য বর্তমানে থাইল্যান্ডে রয়েছেন। যে কারণে দলের স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এ বৈঠকে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।