ঢাকা রোববার, ২৫ মে ২০২৫ , ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

মুজিবনগরে নারী-শিশুসহ ১৯ জনকে পুশইন বিএসএফের

জাতীয়

আমাদের বার্তা, মেহেরপুর

প্রকাশিত: ১২:২০, ২৫ মে ২০২৫

সর্বশেষ

মুজিবনগরে নারী-শিশুসহ ১৯ জনকে পুশইন বিএসএফের

মেহেরপুরের মুজিবনগর সীমান্তে নারী শিশুসহ ১৯ জনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিলো (পুশব্যাক) ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার (২৫ মে) ভোর রাতে মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝপাড়া সীমান্ত দিয়ে তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয়া হয়। 

জানা গেছে, সীমান্ত পার হয়ে কেদারগঞ্জ বাজারে অবস্থান করলে গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানা পুলিশ তাদের আটক করে থানা হেফাজতে নেয়। আটককৃতদের মধ্যে বিভিন্ন বয়সী ৯ জন শিশু, ৫ জন নারী ও ৫ জন পুরুষ রয়েছেন।

আটককৃতদের দাবি, তারা সকলেই বাংলাদেশি। অবৈধভাবে তারা বিভিন্ন সময়ে ভারতে যায়। তারা ভারতের হরিয়ানা রাজ্যে বসবাস করত। গত ছয়-সাত দিন আগে তাদেরকে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে আটক করে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর জেলে রাখা হয়। পরে আজ ভোরে মুজিবননগরের সোনাপুর মাঝপাড়া সীমান্ত দিয়ে তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয় বিএসএফ।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ভারত থেকে ঠেলে দেয়া নারী-পুরুষসহ শিশুরা সীমান্ত পার হয়ে কেদারগঞ্জ বাজারে বিআরটিসি কাউন্টারে অবস্থান করেছিল।  গোপন সূত্রে খবর পেয়ে তাদেরকে আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

জনপ্রিয়