ঢাকা রোববার, ২৫ মে ২০২৫ , ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

মেয়র হিসেবে শপথ নিতে হাইকোর্টে রিট ইশরাকের

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৯, ২৫ মে ২০২৫

সর্বশেষ

মেয়র হিসেবে শপথ নিতে হাইকোর্টে রিট ইশরাকের

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ নিতে হাইকোর্টে রিট করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। রোববার (২৫ মে) সকালে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিটটি দায়ের করেন তিনি।

অপরদিকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে ইশরাককে শপথ না পড়াতে রিট খারিজের আদেশের বিরুদ্ধে চেম্বার আদালত আবেদন করেছেন রিটকারী আইনজীবী।

এর আগে, বৃহস্পতিবার (২২ মে) ইশরাক হোসেনকে ডিএসসিসি মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করেন বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ। সেসময়, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবেন বলে জানান রিটকারীর আইনজীবীরা।

গত ১৪ মে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। সেইসঙ্গে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও চাওয়া হয় রিটে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা মো. মামুনুর রশিদের পক্ষে আইনজীবী কাজী আকবর আলী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেছিলেন।
 

জনপ্রিয়