ঢাকা মঙ্গলবার, ১৩ মে ২০২৫ , ২৯ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

সোনার ভরি লাখ ছুঁইছুঁই

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৪, ১৯ মার্চ ২০২৩

সর্বশেষ

সোনার ভরি লাখ ছুঁইছুঁই

দেশের বাজারে স্বর্ণের দাম রেকর্ড পরিমাণ বাড়ানো হয়েছে। স্থানীয় মার্কেটে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ রোববার (১৯ মার্চ) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সহসভাপতি এম এ হান্নান আজাদ।

বাজুস সহসভাপতি বলেন, ‘উন্নত মানের স্বর্ণের দাম ভরিতে সাড়ে ৭ হাজার টাকার বেশি বাড়ানো হয়েছে। এতে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৮ হাজার ৭৯৪ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।’

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি প্রতি ভরি মূল্যবান এ ধাতুর দর ১ হাজার ১৬৭ টাকা কমায় বাজুস। এতে ভালো মানের (২২ ক্যারেট) ভরিপ্রতি স্বর্ণের মূল্য কমে দাঁড়িয়েছিল ৯১ হাজার ৯৬ টাকায়।

আজ রোববার (১৯ মার্চ) থেকে নতুন দর কার্যকর হওয়ায় ২১ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ ৯৪ হাজার ৩০৩ টাকা, ১৮ ক্যারেটের ভরিপ্রতি ৮০ হাজার ৮৩২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ৬৭ হাজার ৩০১ টাকায় কিনতে হবে।

এদিক, রূপার দামে কোনো পরিবর্তন আসেনি। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেট প্রতি ভরি রূপার মূল্য ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের দর ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের দর ১ হাজার ৪০০ টাকা এবং সনাতন রূপার দাম ১০৫০ টাকা।

জনপ্রিয়