ঢাকা রোববার, ১১ মে ২০২৫ , ২৭ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে মামলার আবেদন

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০০:০০, ৫ জুন ২০২৩

সর্বশেষ

তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে মামলার আবেদন

সাবেক এক প্রধান বিচারপতিকে নিয়ে মন্তব্য করায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে আবেদন জানানো হয়েছে। 
একইসঙ্গে আবেদনটিতে অবমাননামূলক বক্তব্যের কারণে মেয়র তাপসকে আদালতে তলব করার নির্দেশনা চাওয়া হয়েছে।
গতকাল রোববার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিএনপি সমর্থিত অ্যাডহক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট শাহ আহমদ বাদল এ আবেদন জানান।
পরে তিনি সাংবাদিকদের বলেন, চেম্বার জজ আদালতে আবেদন জানিয়েছি। আগামীকাল সোমবারআবেদনটির ওপর শুনানি হতে পারে।
‘একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম’—মেয়র তাপসের এমন বক্তব্য নিয়ে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন গত ২৪ মে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগে তুলে ধরেন এবং অংশবিশেষ পড়ে শোনান জ্যেষ্ঠ আইনজীবী এম আমীর–উল ইসলাম। সেদিন আমীর-উল ইসলাম প্রতিবেদনের অংশবিশেষ পড়ে শোনান। 
উল্লেখ্য, গত ২১ মে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মেয়র শেখ ফজলে নূর তাপস এমন মন্তব্য করেন বলে উল্লেখ করেন আমীর-উল ইসলাম। সেদিন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, ‘আমরা পড়ি, পড়ে দেখি।’

জনপ্রিয়