ঢাকা বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৬ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

স্নাতক ডিগ্রির সমমান দাবি ডিপ্লোমা নার্স ও মিডওয়াইফদের

বিবিধ

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১২:২৩, ২০ এপ্রিল ২০২৫

সর্বশেষ

স্নাতক ডিগ্রির সমমান দাবি ডিপ্লোমা নার্স ও মিডওয়াইফদের

নার্সিং শিক্ষায় বৈষম্য ও অবমূল্যায়নের কারণে সৃষ্ট জটিলতা নিরসন এবং ভবিষ্যৎ অনিশ্চয়তা দূর করতে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স দুটির সনদের মান স্নাতক (পাস) কোর্স সমমান করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

রোববার (২০ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ দাবিতে তারা মানববন্ধন কর্মসূচি পালন করছেন।

শিক্ষার্থীরা বলছেন, স্নাতক (পাস) কোর্সের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারণকৃত শর্তের চেয়ে অধিক জিপিএ, অধিক মেয়াদকাল, অধিক ক্রেডিট, সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে পরিচালিত ও কেন্দ্রীয় পরীক্ষার মাধ্যমে ভর্তিকৃত উচ্চ মাধ্যমিক যোগ্যতাসহ তিন বছর ৬ মাস মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স দুটির সনদের মান স্নাতক (পাস) কোর্স করার বিষয়ে কোর্সগুলোতে অধ্যয়নরত সর্বস্তরের সাধারণ শিক্ষার্থী এবং সর্বস্তরের নার্স ও মিডওয়াইফদের যৌক্তিক দাবিটি সদয় বিবেচনা করার আশ্বাস প্রদান করা হয়। 

সর্বস্তরের শিক্ষার্থীদের উত্থাপিত এবং সর্বস্তরের নার্স ও মিডওয়াইফ কর্তৃক সমর্থিত এ দাবির স্বপক্ষে সকল তথ্য-উপাত্ত ও যৌক্তিকতা বিবেচনায় তা বাস্তবায়নের লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল, একাধিক নার্সিং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের প্রতিনিধি, নার্সিং সংগঠনের প্রতিনিধি এবং কোর্সগুলোতে অধ্যয়নরত সর্বস্তরের সাধারণ শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে একাধিক আনুষ্ঠানিক সফল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত সকল প্রতিনিধিগণই ডিপ্লোমা নার্সিং ও ডিপ্লোমা মিডওয়াইফারি শিক্ষায় বিদ্যমান এ ধরনের চরম বৈষম্যমূলক অবমূল্যায়ন পরিহার করে দ্রুত সময়ের মধ্যে এ যৌক্তিক দাবি মেনে নেওয়ার পক্ষে মতামত দিলে সংশ্লিষ্ট বিভাগ ও কর্তৃপক্ষের প্রতিনিধিরা তা বাস্তবায়নের সর্বাত্মক আশ্বাস প্রদান করেন।
কিন্তু আমরা অত্যন্ত দুঃখ ও পরিতাপের সাথে লক্ষ্য করছি যে, বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা এবং স্বাস্থ্য উপদেষ্টা নার্সদের সমস্যা সমাধান ও নার্সিং পেশার উন্নয়নে আন্তরিক থাকলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ এবং প্রতিষ্ঠানের প্রতিনিধিদের আশ্বাস প্রদানের পর বিগত ৬ মাস অতিবাহিত হলেও তা বাস্তবায়ন হয়নি। যার কারণে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি অধ্যয়নরত সর্বস্তরের সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের সাধারণ নার্স- মিডওয়াইফদের মধ্যে চরম হতাশা, দুঃখ ও ক্ষোভ সৃষ্টি হচ্ছে। নার্সিং শিক্ষায় বিরাজমান চরম বৈষম্য ও অবমূল্যায়ন পরিহারপূর্বক অতি দ্রুত ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স দুটির সনদের মান স্নাতক (পাস) কোর্স সমমান করার আশ্বাসের সফল বাস্তবায়নের জোড় দাবি জানাচ্ছি।
 

 

জনপ্রিয়