ঢাকা সোমবার, ২৯ মে ২০২৩ , ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০ আর্কাইভস ই পেপার

Udvash
Retina
Retina
Udvash
Retina
Retina

মাস্টারদা সূর্য সেনের জন্মবার্ষিকী আজ

বিবিধ

আমাদের বার্তা ডেস্ক 

প্রকাশিত: ১৩:৩৫, ২২ মার্চ ২০২৩

সর্বশেষ

মাস্টারদা সূর্য সেনের জন্মবার্ষিকী আজ

মাস্টারদা হিসেবে খ্যাত সূর্য কুমার সেন ছিলেন একজন ভারতীয় বিপ্লবী । তিনি ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতীয়দের স্বাধীনতার আন্দোলনে এক প্রভাবশালী বিপ্লবী ছিলেন এবং ১৯৩০ সালের চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে নেতৃত্ব দেন। সূর্য সেন ১৮৯৪ খ্রিষ্টাব্দের ২২ মার্চ চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়ায় এক বৈদ্যব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।  তাঁর পিতার নাম রাজমনি সেন ও মাতার নাম শশী বালা দেবী। পিতা রাজমনি সেন পেশায় ছিলেন একজন শিক্ষক। দুই ছেলে ও চার মেয়ের মধ্যে সূর্য্য সেন ছিলেন তাদের চতুর্থ সন্তান। তাঁর জীবনে স্বামী বিবেকানন্দের গভীর প্রভাব রয়েছে। অনেক ছোট বয়স থেকেই স্বামীজির বাণী ও চিন্তাধারনাগুলিকে অনুসরন করতেন সূর্য সেন।

দয়াময়ী উচ্চ প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করে সূর্য সেন নোয়াপাড়া উচ্চ ইংরেজি বিদ্যালয়ে ভর্তি হন এবং অষ্টম শ্রেণী পর্যন্ত সেখানেই পড়াশুনা করেন। ১৯০৫ সালে বঙ্গ ভঙ্গ ঘোষণার প্রতিবাদে বাংলায় স্বদেশী আন্দোলনও শুরু হয় তখন। এরপর তিনি ভর্তি হন ন্যাশনাল হাই স্কুলে। সেখানে শিক্ষা সম্পন্ন করার পর ১৯১৬ সালে, মুর্শিদাবাদের বহরমপুর (বর্তমানে কৃষ্ণনাথ কলেজ) কলেজে কলা বিভাগে ভর্তি হন এবং স্নাতক ডিগ্রি অর্জন করেন।

১৯১৮ সালে সূর্য সেন চট্টগ্রামে আসেন, সেখানের স্থানীয় ন্যাশনাল স্কুলে শিক্ষকতা শুরু করেন এবং সম্মানসূচক 'মাস্টার দা' বলে খ্যাত হয়ে ওঠেন।  পরে তিনি চাকরি ছেড়ে ভারতীয় জাতীয় কংগ্রেসের চট্টগ্রাম শাখার সভাপতি হন। 

বিপ্লবী সূর্য সেন সক্রিয়ভাবে অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। চট্টগ্রামে বিপ্লবী দল সূর্য সেনের নেতৃত্বে সংগঠিত হয়েছিল। সূর্য সেন বিপ্লবীদের জন্য চট্টগ্রামে একটি ব্যায়ামাগার স্থাপন করেন এবং তাদের নিয়মিত শারীরিক ব্যায়ামের পাশাপাশি সাঁতার কাটা, নৌকা চালানো, গাছে ওঠা, লাঠি খেলা, ছুরি নিক্ষেপ, বক্সিং ইত্যাদির মাধ্যমে তাদের শারীরিক ও মানসিক অবস্থার উন্নতির নির্দেশ দেন। মাস্টারদা তাদের বিপ্লবের জন্য তৈরি হওয়ার বিশেষ প্রশিক্ষণ দেন।  অস্ত্র এবং গোলাবারুদ সঞ্চয় করার উদেশ্যে  তিনি চট্টগ্রামে একটি শাখা হিসেবে 'ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি' প্রতিষ্ঠা করেন।

সূর্য সেন ১৮ এপ্রিল ১৯৩০ খ্রিষ্টাব্দে চট্টগ্রাম অস্ত্রাগার থেকে পুলিশ ও সহায়ক বাহিনীর অস্ত্রাগারে অভিযান চালানোর জন্য বিপ্লবীদের একটি দলের নেতৃত্ব দেন।  পরিকল্পনাটি ছিল বিস্তৃত এবং এতে অস্ত্রাগার থেকে অস্ত্র বাজেয়াপ্ত করা এবং শহরের যোগাযোগ ব্যবস্থা (টেলিফোন, টেলিগ্রাফ এবং রেলপথ সহ) ধ্বংস করা হয়েছিল, যার ফলে ব্রিটিশ শাসিত বাকি স্থান থেকে চট্টগ্রাম বিচ্ছিন্ন হয়ে পড়ে। 

১৯৩৩ সালের ১৬ ফেব্রুয়ারি আত্মগোপন করে থাকা সূর্য সেনকে ব্রিটিশ শাসকরা গ্রেপ্তার করতে সক্ষম হয়। বিচারে সূর্য সেনের ফাঁসির আদেশ দেওয়া হয়।  মৃত্যুকালে সূর্য সেনের বয়স হয়েছিল ৩৯ বছর।

জনপ্রিয়