ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ , ৪ বৈশাখ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

পাঁচ হরিণ শিকারিকে কারাদণ্ড 

বিবিধ

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯:২৬, ২২ মার্চ ২০২৩

সর্বশেষ

পাঁচ হরিণ শিকারিকে কারাদণ্ড 

চট্টগ্রামে সংরক্ষিত বনাঞ্চল থেকে হরিণ শিকারের অপরাধে পাঁচজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২১ মার্চ) রাতে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার নাপোড়া বাজার থেকে তাদের আটক করেন বন বিভাগের কর্মীরা। পরে বুধবার (২২ মার্চ) উপজেলার সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে ছয় মাস করে কারাদণ্ড দিয়ে জেলে পাঠান।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. জসিম (২১), মো. নেজাম (২০), মো. মনজুর (৩০), মোহাম্মদ হোসেন (৪০), মো. কালু (১৮)।

এ বিষয়ে সহকারী কমিশনার মাহমুদুল হাসান বলেন, ‘চুনতী রিজার্ভ ফরেস্টের অধীনের একটি পাহাড় থেকে মায়া হরিণটিকে জালে আটক করে আসামিরা। এরপর সেটিকে জবাই করে। রাতে গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগের কর্মীরা তাদের আটক করেন। এরপর তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদে তারা প্রত্যেকে হরিণ শিকারের দায় স্বীকার করেন। বন্যপ্রাণী সংরক্ষণ আইনে তাদের প্রত্যেককে ছয়মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে। তাদের কাছ থেকে জবাই করা হরিণটি জব্দ করে মাটি চাপা দেয়া হয়েছে।’

জনপ্রিয়