
এফ কাপের কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি হয়ে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভাপুল। বুধবার রাতে ম্যান ইউ ১-০ তে নটিংহাম ফরেস্টকে এবং লিভারপুল ৩-০ গোলে সাউদাম্পটনকে হারিয়ে ফাইনালে উঠেছে। ম্যানইউর জয়ের নায়ক কাসেমিরো। ৮৯ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের ফ্রিকিকে মাথা ছুঁইয়ে জয়সূচক গোলটি করেছেন এই ব্রাজিলিয়ান।
লিগ কাপ জয়ের পরপর এফএ কাপেও বড় রেড ডেভিল দর্শকদের এদিন উচ্ছ্বাসে ভাসিয়েছে। সিনিয়র একাধিক খেলোয়াড় চোটে থাকায় এদিনও তারুণ্যেভরা স্কোয়াড নিয়ে বাজিমাত করেছেন ইয়ুর্গেন ক্লপ। ১৮ বছর বয়সী লুইস কোমাস ম্যাচের ৪৪ মিনিটে প্রথম গোলটি করেন। ৭৩ মিনিটে ব্যবধান বাড়ান আরেক তরুণ জেইডেন ড্যানস।
৮৮ মিনিটে দলের তৃতীয় গোলটাও তাঁর।
কোয়ার্টার ফাইনালে পা রেখেছে এদিন চেলসিও। লিগ কাপ ফাইনালে লিভারপুলের কাছে হারা ব্লুরা এদিন ৩-২ গোলে জিতেছে লিডস ইউনাইটেডের বিপক্ষে। শেষ আটে চেলসির প্রতিপক্ষ লিস্টার সিটি।
অন্য দুই কোয়ার্টার ফাইনালে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে নিউক্যাসল ইউনাইটেডের, উলভারহ্যাম্পটনের প্রতিপক্ষ কভেন্ট্রি সিটি। বিবিসি