
ছবি : সংগৃহীত
৪৮ দল নিয়ে নারী বিশ্বকাপ আয়োজনের অনুমোদন দিয়েছে ফিফা। তবে এ নিয়ম প্রযোজ্য হবে ২০৩১ আসর থেকে। ২০২৭ খ্রিষ্টাব্দের ব্রাজিল আসরে খেলবে ৩২ দল।
শুক্রবার (৯ মে) ফিফা জানিয়েছে, ২০৩১ আসর থেকে ৩২ দলের জায়গায় অংশ নেবে ৪৮ দল।
৪৮ দলের নারী বিশ্বকাপের পরিকল্পনাটা অবশ্য আগেই করা হয়েছিল। শুক্রবার ফিফার ভার্চুয়াল সভায় প্রস্তাবটি অনুমোদন পায়।
৪৮ দলের বিশ্বকাপ হলে টুর্নামেন্ট সময়সীমা বাড়বে ১ সপ্তাহ। ১২ গ্রুপে ম্যাচের সংখ্যা ৬৪ থেকে বেড়ে হবে ১০৪টি। ঠিক যে নিয়মে হবে পুরুষদের ২০২৬ বিশ্বকাপ।
২০১৯ খ্রিষ্টাব্দে ফ্রান্সে হয়েছিল ২৪ দলের নারী বিশ্বকাপ। ২০২৩ বিশ্বকাপ থেকে অংশ নিচ্ছে ৩২ দল।