
১৮০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শুরু করা বাংলাদেশ তৃতীয় ওভারেই হারায় মুমিনুলকে। দ্বিতীয় দিনে মাত্র ৫ রান যোগ করে মুমিনুল ফেরেন ১৭ রান করে। এরপর সাকিবের পাল্টা আক্রমণ ও আগ্রাসী মুশফিকে প্রথম সেশনটা নিজেদের করে নেয় বাংলাদেশ।
ঝড়ো ব্যাটিংয়ে ৪৫ বলে ক্যারিয়ারে ৩১তম ফিফটি স্পর্শ করেন সাকিব। ৬৯ বলে ক্যারিয়ারের ২৬তম অর্ধশতক তুলে নেন মুশফিক। দুজনে ১৪৬ বলে জুটিতে যোগ করেন ১৩০ রান।
সাকিব ৭৪ ও মুশফিক ৫৩ রানে অপরাজিত থেকে মধ্যাহ্ন বিরতিতে গেছেন। বাংলাদেশ দিনের প্রথম সেশনে ২৭ ওভারে যোগ করে ১৩৬ রান। আইরিশদের থেকে এখনো পিছিয়ে আছে ৪৪ রানে।
এর আগে ঢাকা টেস্টের প্রথম দিন আইরিশদের ২১৪ রানে অলআউট করে বাংলাদেশ। তবে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষ সময়ে ৩৪ রানে দুই উইকেট হারায় টাইগাররা।