ঢাকা রোববার, ০৮ ডিসেম্বর ২০২৪ , ২৩ অগ্রাহায়ণ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ইসরায়েলি হামলার আতঙ্কে দক্ষিণ লেবানন ছাড়ছেন বাসিন্দারা

আন্তর্জাতিক

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬:১১, ২৪ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৬:১৫, ২৪ সেপ্টেম্বর ২০২৪

সর্বশেষ

ইসরায়েলি হামলার আতঙ্কে দক্ষিণ লেবানন ছাড়ছেন বাসিন্দারা

লেবাননের দক্ষিণাঞ্চলে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলা থেকে বাঁচতে হাজার হাজার মানুষ দক্ষিণ লেবানন ছেড়ে পালিয়ে দেশটির উত্তরের দিকে যাচ্ছে। 

সংবাদমাধ্যম বিবিসি জানায়, হাজার হাজার লেবানিজ তাদের বাড়িঘর ছেড়ে পালাচ্ছে। কিছু বাসিন্দা হিজবুল্লাহর অবস্থানের কাছাকাছি এলাকাগুলো ছেড়ে যাওয়ার জন্য ইসরায়েলি সামরিক বাহিনী থেকে মেসেজ এবং ভয়েস রেকর্ডিংয়ের আকারে সতর্কতা পাওয়ার কথা জানিয়েছেন। দীর্ঘ যানজটের কারণে অনেকে সড়কে আটকা পড়ে আছেন। কেউ কেউ বলছেন, কোথায় যাবেন বুঝতে পারছেন না।

স্থানীয় সময় গতকাল সোমবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় প্রাণ গেছে প্রায় ৫০০ মানুষের। এ ছাড়া আহত হয়েছেন দেড় হাজারের বেশি মানুষ। 

ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, ২০০৬ খ্রিষ্টাব্দের যুদ্ধের পর থেকে হিজবুল্লাহর গড়ে তোলা অবকাঠামো ধ্বংস করতে ১ হাজার ৩০০ লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। ইসরায়েলের উত্তরাঞ্চলে শতাধিক রকেট নিক্ষেপের একদিন পর এই বিমান হামলা চালানো হলো। 

এর আগে শুক্রবার বৈরুতের উপকণ্ঠে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর এক শীর্ষ সামরিক কমান্ডারসহ বেশ কয়েকজন সদস্য নিহত হয়। এর জবাবে রকেট হামলা চালায় হিজবুল্লাহ।

গত সপ্তাহে লেবাননের বিভিন্ন স্থানে হাজার হাজার পেজার ও ওয়াকিটকি বিস্ফোরিত হয়ে ৩৯ জন নিহত ও প্রায় তিন হাজার আহত হয়। লেবানন এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করলেও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি তেল আবিব। 

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর থেকেই গাজায় যুদ্ধ চালাচ্ছে ইসরায়েল। পাশাপাশি হিজবুল্লাহসহ ইরান সমর্থিত অন্য আঞ্চলিক গোষ্ঠীগুলো সেই সংঘাতে জড়িয়ে পড়েছে।

জনপ্রিয়