ঢাকা শনিবার, ১০ মে ২০২৫ , ২৬ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

পাকিস্তানি হামলাকে ‘সরাসরি উস্কানি’ হিসেবে দেখছে ভারতীয় সেনাবাহিনী

আন্তর্জাতিক

আমাদের বার্তা ডেস্ক 

প্রকাশিত: ১২:৩৭, ১০ মে ২০২৫

সর্বশেষ

পাকিস্তানি হামলাকে ‘সরাসরি উস্কানি’ হিসেবে দেখছে ভারতীয় সেনাবাহিনী

প্রতীকী ছবি

ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে যে, পাকিস্তান ভারতের পশ্চিম সীমান্তে ড্রোন হামলা এবং অন্যান্য অস্ত্র ব্যবহার করে চলমান উত্তেজনা আরো বাড়িয়ে দিচ্ছে।

স্থানীয় সময় আনুমানিক ৫টার দিকে ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসর শহরের খাসা সেনানিবাসের উপর দিয়ে শত্রু পক্ষের একাধিক সশস্ত্র ড্রোন উড়তে দেখেছে ভারতীয় সেনাবাহিনী

"আমাদের বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো শত্রুপক্ষের ড্রোনগুলোয় তাৎক্ষণিকভাবে হামলা চালিয়ে ধ্বংস করে দেয়," সেনাবাহিনী এক্স হ্যান্ডেলে দেয়া এক বিবৃতিতে এই তথ্য জানায়।

"ভারতের সার্বভৌমত্ব লঙ্ঘন এবং বেসামরিক নাগরিকদের বিপদে ফেলার পাকিস্তানের এমন প্রচেষ্টা অগ্রহণযোগ্য। ভারত শত্রুপক্ষের পরিকল্পনা ব্যর্থ করবে।"

উল্লেখ্য, পাকিস্তানের সেনাবাহিনী আগেই বলেছিল যে তাদের তিনটি বিমানঘাঁটিতে ভারত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করায় তারাও ভারতকে এর পাল্টা জবাব দেবে। ভারত এই বক্তব্যের কোনও জবাব দেয়নি।

সূত্র : বিবিসি

জনপ্রিয়