ঢাকা বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ , ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে মাল্টা

আন্তর্জাতিক

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৭, ২৬ মে ২০২৫

সর্বশেষ

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে মাল্টা

মাল্টার প্রধানমন্ত্রী রবার্ট আবেলা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে দক্ষিণ ইউরোপের দ্বীপদেশ মাল্টা। গতকাল রোববার এ ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী রবার্ট আবেলা। টাইমস অব মাল্টার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু।

মাল্টার উত্তরাঞ্চলীয় শহর মোস্তায় গতকাল একটি রাজনৈতিক সভায় ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী রবার্ট আবেলা বলেন, ‘৪৫ বছরের বিতর্কের পর তার সরকার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠিকভাবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’

মাল্টা পরোক্ষাভাবে ফিলিস্তিকে স্বীকৃতি দিয়ে আসছে এবং ফিলিস্তিনি রাষ্ট্রদূতকে আতিথেয়তাও দিয়ে থাকে মাল্টা। তবে এখন পর্যন্ত দেশটি আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি। এবার আনুষ্ঠানিক স্বীকৃতি দেবেন বলে অঙ্গীকার করলেন প্রধানমন্ত্রী রবার্ট আবেলা।

আবেলা ইঙ্গিত দিয়েছেন, আগামী ২০ জুন জাতিসংঘের একটি নির্ধারিত সম্মেলনে ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে গত শনিবার মাল্টার পররাষ্ট্রমন্ত্রী ইয়ান বর্গ বলেন, জাতিসংঘের আসন্ন সম্মেলনে মাল্টা এবং অন্যান্য কয়েকটি দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন সম্পর্কে রবার্ট আবেলা বলেন, ‘মাল্টা চলমান মানবিক ট্র্যাজেডির প্রতি অন্ধ থাকতে পারে না। গত শুক্রবারেও ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। ওই হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারের জীবিত সদস্যদের আশ্রয় দিতে মাল্টা প্রস্তুত।’

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, খান ইউনিস শহরের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের ৯ শিশু নিহত হয়েছে। নিহত শিশুদের হামদি আল-নাজ্জার এবং তার স্ত্রী আলা আল-নাজ্জার নামে দুই ডাক্তারের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। হামদি আল-নাজ্জার এবং তার আরেক ছেলে অ্যাডামও হামলায় গুরুতর আহত হয়েছেন।

এই শিশুদের কথা উল্লেখ করে রবার্ট আবেলা বলেন, আল-নাজ্জার পরিবারের জীবিত সদস্যদের আশ্রয় দিতে মাল্টা প্রস্তুত।

জনপ্রিয়