ঢাকা বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৬ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

নগরীতে মধ্যরাতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

দেশবার্তা

আমাদের বার্তা, বরিশাল

প্রকাশিত: ২৩:২২, ২১ এপ্রিল ২০২৫

আপডেট: ২৩:৫২, ২১ এপ্রিল ২০২৫

সর্বশেষ

নগরীতে মধ্যরাতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

মধ্যরাতের ফাঁকা বরিশাল নগরীতে ঝটিকা মিছিল করেছে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর অনুসারীরা। রোববার গভীর রাতে এ মিছিল হয়েছে। বিক্ষোভ মিছিলের অংশগ্রহণকারীদের হাতে ছিলো মহানগর আওয়ামী লীগের ব্যানার। এ সময় তারা সবাই মুখ ঢেকে রাখেন মাস্ক পরে। 

মিছিলের একটি ভিডিওতে দেখা যায়, মিছিলে অংশগ্রহণকারীর সংখ্যা আনুমানিক ১৫/২০ জন। তবে মিছিলে মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের দায়িত্বশীল কাউকে চোখে পড়েনি। মিছিলকারীরা ছাত্রলীগের ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী বলে জানা গেছে।


‘শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘বরিশালের মাটি, সাদিক ভাইয়ের ঘাটি’, ‘শেখ হাসিনা আসছে, রাজপথ কাপছে’,‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে শোনা গেছে মিছিল থেকে। 

বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ওই এলাকায় আমাদের পুলিশ সদস্যরা রাত আড়াইটা-তিনটা পর্যন্ত ডিউটি করেছে। তখন কোনো মিছিল দেখিনি। ফেসবুকেও এমন কোনো ভিডিও তার নজরে আসেনি। 

জনপ্রিয়