ঢাকা বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৬ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

সাতক্ষীরায় হারিয়ে যাওয়া ১০১টি মোবাইল ফোন ফেরত দিয়েছে পুলিশ

দেশবার্তা

আমাদের বার্তা, সাতক্ষীরা 

প্রকাশিত: ২০:১৬, ২০ এপ্রিল ২০২৫

সর্বশেষ

সাতক্ষীরায় হারিয়ে যাওয়া ১০১টি মোবাইল ফোন ফেরত দিয়েছে পুলিশ

সাতক্ষীরায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ১০১টি মোবাইল ফোনসেট উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফেরত দিয়েছে পুলিশ।  একই সময়ে ‘বিকাশ’ ও ‘নগদ’-এর ভুল নম্বরে চলে যাওয়া ৩ লাখ ৭ হাজার ৮৯৫ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়া হয়েছে। 

রোববার (২০ এপ্রিল) দুপুরে জেলা পুলিশ লাইনস ড্রিলশেডে সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এ সব ফোনসেট প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এসব মোবাইল ফোনসেট ও নগদ টাকা উদ্ধার করে।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা বিশেষ শাখার পুলিশ পরিদর্শক রেজাউল করিমসহ অন্যান্য পুলিশ সদস্য এবং হারিয়ে যাওয়া মোবাইল ফোনসেট ও টাকা খোয়া যাওয়া গ্রাহকেরা।

পুলিশ সুপার এসময় বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত  তিন মাসে জেলার বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ১০১টি মোবাইল ফোনসেট উদ্ধার করেছে পুলিশ। এর আনুমানিক মূল্য ১৫ লাখ ১৫ হাজার টাকা। 

এ ছাড়া বিকাশ ও নগদ নম্বরে খোয়া যাওয়া (ভুল নম্বরে চলে যাওয়া) ৩ লাখ ৭ হাজার ৮৯৫ টাকাও উদ্ধার করা হয়েছে। হারানো এসব মোবাইল ফোনসেট ও নগদ টাকা আজ প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়া হয়েছে।

তিনি আরো জানান, সাতক্ষীরায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল যাত্রা শুরুর পর থেকে এ পর্যন্ত মোট ১ হাজার ৪৪১টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন এবং বিকাশ ও নগদ থেকে খোয়া যাওয়া ৩৯ লাখ ৭২ হাজার ১৩৫ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিয়েছে। 

জনপ্রিয়