ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

পায়রা বন্দরে নির্মাণাধীন ছয় লেন সড়কে কাজের দাবিতে বিক্ষোভ 

দেশবার্তা

আমাদের বার্তা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: ১১:৪৬, ৬ ডিসেম্বর ২০২২

সর্বশেষ

পায়রা বন্দরে নির্মাণাধীন ছয় লেন সড়কে কাজের দাবিতে বিক্ষোভ 

‘ক্ষতিগ্রস্ত মানুষের কর্মসংস্থান চাই’ এ শ্লোগানে পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরে নির্মাণাধীন ছয় লেন সড়কে কাজের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

গতকাল সোমবার পায়রা বন্দর সংলগ্ন স্পেকট্রা ইঞ্জিনিয়ানিয়ারিং লিমিটেডের অফিস সড়কে এ সমাবেশ করেন টিয়াখালী ইউনিয়নের জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত শতশত মানুষ। এসময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।  

টিয়াখালী ইউনিয়নের ইউনিয়ন পরিষদ সদস্য রব জমাদ্দারের সভাপতিত্বে মানববন্ধন পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন টিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহামুদুল হাসান সুজন মোল্লা। আরও বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্ত গ্রামবাসী ফোরকান গাজী, ইউনিয়ন যুবলীগ সভাপতি কামাল হাওলাদার, ছাত্রলীগ সভাপতি হাসান মোল্লা প্রমুখ।

রব জমাদ্দার বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে তারা জমি দিয়েছেন। কিন্তু এলাকায় কাজ হচ্ছে, তারা কাজের সুযোগ পাচ্ছেন না। ক্ষতিগ্রস্ত মো. বশির গাজী বলেন, তারা সর্বস্ব হারিয়ে বেকার ঘুরে বেড়াচ্ছেন, আর অন্য এলাকা থেকে লোক এসে এখানে কাজ করছে।  
ফোরকান গাজী বলেন, এখানে স্পেকট্রা ইঞ্জিনিয়ার প্রতিষ্ঠান কাজ করছে। তারা কাজে অনিয়ম করার জন্যই এলাকার মানুষকে কাজে নিচ্ছেন না।

টিয়াখালী ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান সুজন মোল্লা বলেন, প্রধাসমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবার অগ্রাধিকার ভিত্তিতে কাজে সুযোগ পাবে। স্পেকট্রার প্রকৌশলী এলাকায় না এসে ভিন্ন লোক দিয়ে কাজ করাচ্ছেন। স্থানীয় কাউকে কাজের সুযোগ দেয়া হচ্ছে না। 

সমাবেশে শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে নির্মাণাধীন সড়ক প্রদক্ষিণ করে গ্রামবাসী।

এ বিষয়ে ছয় লেন নির্মাণাধীণ সড়কে স্পেকট্রা ইঞ্জিনিয়ার লিমিটেডের প্রকৌশলীসহ দায়িত্বরতদের সঙ্গে সরাসরি ও মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাদের কারও বক্তব্য নেওয়া যায়নি।

জনপ্রিয়