দিনাজপুরে ৫০ কেজি গাঁজাসহ আবুজার আলী (৪৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে শেখপুরা ইউনিয়নের দিঘন গ্রামের পশ্চিম পাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আবুজার আলী সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের মৃত জাফর উদ্দিনের ছেলে ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক শহিদুল মান্নাফ কবীর জানান, আবুজার আলী দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে পাইকারি ও খুচরা মাদক বিক্রি করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দিনাজপুর জেলা কার্যালয়ের (ডিএনসি) উপ-পরিদর্শক হাসিবুল হাসান দিনাজপুর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। আটক মাদক কারবারি আবুজারকে কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।