দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর আয়োজনে ফ্রি চক্ষু চিকিৎসা এবং ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রোববার এ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ মো. জিন্নাহ আল মামুন।
দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ‘র পরিচালক মো. মোছাদ্দেক হোসেন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গাক চক্ষু হাসপাতালের পরিচালক মো. হুমায়ুন খালেদ।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোসাদ্দেক হোসেন চৌধুরী (পাপ্পু), সহ-সভাপতি মো. জর্জিস আনাম, পরিচালক মো. সানোয়ার হোসেন, প্রতাপ কুমার সাহা পানু, রাহবার কবীর পিয়াল, দিনাজপুর জুয়েলারী মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মো. মোফাজ্জল হোসেন, রেস্তোরা মালিক সমিতির সাধারণ সম্পাদক মাজেদুর রহমান দুলাল প্রমুখ।