ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১১ শ্রাবণ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

কলাপাড়ায় সামাজিক সুরক্ষা নিশ্চিতে মতবিনিময় 

দেশবার্তা

আমাদের বার্তা, কলাপাড়া (পটুয়াখালী)

প্রকাশিত: ২২:০৮, ১৯ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ২২:৩০, ১৯ সেপ্টেম্বর ২০২৩

সর্বশেষ

কলাপাড়ায় সামাজিক সুরক্ষা নিশ্চিতে মতবিনিময় 

পটুয়াখালীর কলাপাড়ায় সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের সাথে সেবাগ্রহীতাদের মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহীদুর রহমান মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।  কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চ এ সভার আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো. হুমায়ুন কবীর। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন।  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কমল চন্দ্র শীল, মহিলা বিষয়ক কর্মকর্তা  তাসলিমা আখতার,  কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের আহবায়ক শাহদাত হোসেন বিশ্বাস, কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু, কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের সদস্য সচিব মনোয়ারা বেগম প্রমুখ।

তাছাড়া কলাপাড়ায় নির্মাণাধীন পায়রা বন্দর, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, শের-ই-বাংলা নৌঘাঁটিসহ আরো বেশ কিছু মেগা প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ করায় যেসব মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন তাঁরা এ সভায় উপস্থিত ছিলেন। এসব ক্ষতিগ্রস্ত মানুষেরা তাদের ক্ষতিপূরণের অর্থ পেতে মিথ্যা ও  হয়রানির শিকার হচ্ছেন বলে সভায় জানান। এছাড়া এখনো বহু পরিবার পুনর্বাসনের  আওতায় না আসায়  মানবেতর জীবন-যাপন করছে বলে উল্লেখ করেন। এ থেকে পরিত্রাণ পাওয়ার দাবি জানান ক্ষতিগ্রস্ত মানুষজন। 

এ দাবির প্রেক্ষিতে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত মানুষ যাতে ক্ষতিপূরণের অর্থ হয়রানি ছাড়া পেতে পারে সে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া যেসব মানুষ পুনর্বাসনের আওতায় আসেনি তাদের তালিকা করা হবে। 

এ সভায় সরকারি সেবা প্রতিষ্ঠানের মধ্যে যুব উন্নয়ন অধিদপ্তর, মহিলা বিষয়ক কর্মকর্তা, কৃষি কর্মকর্তার কার্যালয়, সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। এসব সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা নাগরিকদের যথাযথ সেবা প্রদান করবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন।

জনপ্রিয়