ঢাকা শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ , ২৯ ভাদ্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

কাউখালীতে গ্রাহকদের ৩০ লাখ টাকা নিয়ে স্বর্ণ ব্যবসায়ী উধাও

দেশবার্তা

আমাদের বার্তা, পিরোজপুর

প্রকাশিত: ২২:১০, ১৯ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ২২:১০, ১৯ সেপ্টেম্বর ২০২৩

সর্বশেষ

কাউখালীতে গ্রাহকদের ৩০ লাখ টাকা নিয়ে স্বর্ণ ব্যবসায়ী উধাও

পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদের সামনের সুবর্না জুয়েলার্সের মালিক উজ্জ্বল মৃধা সবুজ গ্রাহকদের স্বর্ণালংকার, ব্যক্তি ও এনজিওর ঋণের টাকা নিয়ে উধাও হয়ে গেছেন। গ্রাহকদের দাবি, সবুজের কাছে স্বর্ণালংকার, এনজিও ও কয়েকজনের কাছ থেকে ধার নেয়া টাকাসহ তাদের প্রায় ৩০ লাখ টাকা পাওনা রয়েছে। গত রোববার বিকেলে দোকান তালাবদ্ধ দেখে গ্রাহকরাসবুজের মোবাইলে ফোন করে বন্ধ পান। এরপর তার বাড়িতে ও বিভিন্ন জায়গায় খোঁজ-খবর নিয়ে তারা জানতে পারেন, সকালেই সবুজ সবকিছু নিয়ে পালিয়ে গেছেন। এ সংবাদ চারদিকে ছড়িয়ে পড়লে ভুক্তভোগীরা সুবর্না জুয়েলার্সের সামনে জড়ো হয়ে স্বর্ণালংকার ও টাকা ফেরত পেতে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, জনপ্রতিনিধিসহ এলাকার গণ্যমান্যদের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

স্থানীয়রা জানান, উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের কেশরতা গ্রামের রবিন্দ্র নাথ মৃধার ছেলে উজ্জ্বল মৃধা সবুজ ১২ বছর ধরে উপজেলা পরিষদের সামনে স্বর্ণের ব্যবসা করছেন। দীর্ঘদিন ব্যবসা করায় স্থানীয় মানুষের সঙ্গে সবুজের সুসম্পর্ক গড়ে ওঠে। এ বিশ্বাসে স্থানীয় নারী-পুরুষ সবুজের কাছে স্বর্ণা স্বর্ণালঙ্কার তৈরি করা শুরু করেন। আর্থিক সমস্যার কারণে তার কাছে স্বর্ণ বন্ধকও রাখেন অনেকে। তার ব্যবসার প্রসারের জন্য কিছু এনজিও এবং স্থানীয় লোকজনের কাছ থেকে ঋণও নেয় সবুজ। কিছুদিন যাবৎ গ্রাহকদের বানাতে দেয়া ও বন্ধক রাখা স্বর্ণ দেয়ার কথা থাকলেও সে  দেই-দিচ্ছি বলে তাদেরকে ঘোরাতে থাকে।

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া বলেন, বিষয়টি তার বাবার কাছে শুনেছি। ভুক্তভোগীরা অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয়