ঢাকা সোমবার, ১২ মে ২০২৫ , ২৮ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ভোলার গ্যাস বরিশাল বিভাগে সরবরাহের দাবিতে মানববন্ধন

দেশবার্তা

আমাদের বার্তা, ঝালকাঠি

প্রকাশিত: ২২:১৯, ২০ সেপ্টেম্বর ২০২৩

সর্বশেষ

ভোলার গ্যাস বরিশাল বিভাগে সরবরাহের দাবিতে মানববন্ধন

ভোলার গ্যাস ঝালকাঠিসহ বরিশাল বিভাগের জেলাগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে সরবরাহের দাবিতে মানববন্ধন  হয়েছে।বুধবার সকাল ১০টায় ঝালকাঠি প্রেসক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে ভোলার গ্যাস রক্ষায় নাগরিক আন্দোলন কমিটি। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, ভোলার গ্যাস ফিল্ডে প্রচুর পরিমাণে গ্যাস মজুদ রয়েছে। দক্ষিণাঞ্চলের জনগণকে বঞ্চিত করে ভোলার এই গ্যাস ঢাকাসহ অন্যত্র সরবরাহের চুক্তি করা হয়েছে। অবিলম্বে এ চুক্তি বাতিল করতে হবে। অগ্রাধিকার ভিত্তিতে বরিশাল বিভাগের শিল্পঞ্চল ও আবাসিক খাতে গ্যাস সংযোগ দিতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের ঘোষণা দেন মানববন্ধনকারীরা। 

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ভোলার গ্যাস রক্ষায় ঝালকাঠি নাগরিক আন্দোলন কমিটির আহ্বয়ক মো. ফিরোজ আহম্মেদ, সদস্যসচিব প্রশান্ত দাস হরি, তেল-গ্যাস ও খনিজ সম্পদ রক্ষা কমিটির ঝালকাঠি শাখার সভাপতি এসএম হুমায়ুন কবির, বীর মুক্তযোদ্ধা অধ্যক্ষ মো. শাহজাহান মোল্লা ও সুশাসনের জন্য নাগরিক সুজন এর নলছিটি উপজেলা শাখার সভাপতি খলিলুর রহমান মৃধা প্রমুখ।

জনপ্রিয়