ঢাকা মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩ , ২০ অগ্রাহায়ণ ১৪৩০ আর্কাইভস ই পেপার

nogod
nogod
Retina
Retina
nogod
nogod
Retina
Retina

কুড়িগ্রামে টিসিবির পণ্য আত্মসাতের অভিযোগে চেয়ারম্যান ব*রখা*স্ত

দেশবার্তা

আমাদের বার্তা, কুড়িগ্রাম

প্রকাশিত: ২১:২১, ২ অক্টোবর ২০২৩

আপডেট: ২১:২১, ২ অক্টোবর ২০২৩

সর্বশেষ

কুড়িগ্রামে টিসিবির পণ্য আত্মসাতের অভিযোগে চেয়ারম্যান ব*রখা*স্ত

একের পর এক নানা অনিয়ম আর বিতর্কিত কর্মকাণ্ড সৃষ্টি করে সাময়িক বরখাস্ত হয়েছেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার থেতরাই ইউপি চেয়ারম‌্যান আতাউর রহমান আতা। আলোচিত এই চেয়ারম‌্যানের বিরুদ্ধে এবার ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবির)-এর এক হাজার ২০০ জন কার্ডধারীর পণ্য আত্মসাতের অভিযোগ উঠেছে।

ইউপি চেয়ারমান আতা ও টিসিবির ডিলার হয়রত শাহ্ জালাল ট্রেডার্সের স্বত্বাধিকারী আবু সায়েমের যোগসাজসে ওই ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের প্রায় ১২০০ কার্ডধারীর টিসিবির পণ্য আত্মসাত করেছেন বলে জানা গেছে। এমন অভিযোগে ১৭ সুবিধ‌াভোগী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ করেন।

জানা গেছে, প্রতি কার্ডধারী ৪৭০ টাকা দরে প্রতি প্যাকেজে দুই লিটার সয়াবিন তেল, পাঁচ কেজি চাল ও দুই কেজি মসুর ডাল কিনতে পারেন। থেতরাই ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের কার্ডধারী সুবিধাভোগীদের মাঝে ২৫ সেপ্টেম্বর পরিষদ চত্বরে টিসিবি পণ্য বিতরণ করা হবে সকলকে যথাসময়ে উপস্থিত থেকে পণ্য উত্তোলনের জন্য মাইকিং করেন ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ। মাইকিং শুনে ২৫ সেপ্টেম্বর কার্ডধারী সুবিধাভোগীরা পণ্য নিতে পরিষদে আসলে চেয়ারম্যান বলেন, আজকের পরিবর্তে আগামীকাল ২৬ সেপ্টেম্বর পণ্য বিতরণ করা হবে। পরের দিন ২৬ সেপ্টেম্বর কার্ডধারীগণ উপস্থিত হলে তিনি আবার বলেন, ২৭ তারিখে বিতরণ হবে। এভাবে সুবিধাভোগীদের সাথে টালবাহানা শুরু করেন ওই চেয়ারম্যান। পুনরায় ২৭ তারিখে সুবিধাভোগীরা পরিষদে টিসিবি পণ্য নিতে আসলে চেয়ারমান আতাউর রহমান সবাইকে জানিয়ে দেন ওই তিন ওয়ার্ডের টিসিবি পণ্য সরকার দেয় নাই, আপনারা চলে যান।

এদিকে থেতরাই ইউনিয়নের টিসিবি পণ্যর ডিলার হয়রত শাহ্ জালাল ট্রেডার্সের স্বত্বাধিকারী আবু সায়েম বলেন, ৭, ৮ ও ৯নম্বর ওয়ার্ডের সব মাল বিতরণ করা হয়েছে।

অন্যদিকে সদ্য সাময়িক বরখাস্ত হওয়া ইউপি চেয়ারমান আতাউর রহমান আতা অভিযোগ অস্বীকার করে বলেন, টিসিবি পণ্য সকলেই পেয়েছে। অনুপস্থিত থাকায় হয়তো সাত-আট জন পায়নি।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান বলেন, ‘নতুন ইউএনও স্যার যোগদান করে ছুটিতে আছেন। ছুটি শেষ হলে এসে চেয়ারম্যান ও টিসিবি পণ্য ডিলারের বিরুদ্ধে অভিযোগটি খতিয়ে দেখবেন।

জনপ্রিয়