ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ , ১৩ বৈশাখ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

নরসিংদীতে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন

দেশবার্তা

আমাদের বার্তা, নরসিংদী

প্রকাশিত: ২০:০৭, ২৭ মার্চ ২০২৪

সর্বশেষ

নরসিংদীতে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আগামীকাল শুক্রবার সকালে অনুষ্ঠিত হবে। নরসিংদীতে ১৫টি পরীক্ষা কেন্দ্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৯টার পর কোনো অবস্থাতেই কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা হলে প্রবেশ করতে দেয়া হবে না।

মোবাইল, ক্যালকুলেটরসহ কোনো ইলেক্ট্রনিক ডিভাইস সাথে নেয়া যাবে না। এমনকি মহিলারা তাদের ব্যাগও সাথে নিতে পারবেন না। পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘণ্টা আগে পরীক্ষার্থীকে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। হিজার কিংবা বোরকা পড়া মহিলা পরীক্ষর্থীদের পরীক্ষা হলে পরীক্ষার সময় কান খোলা রেখে পরীক্ষা দিতে হবে। কোনো পরীক্ষার্থীকে সন্দেহ হলে কানের ভেতরে টর্চলাইট দেখাতে হবে কোনো ইলেক্ট্রনিক ডিভাইস আছে কিনা। নরসিংদী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহীদুল হক এক অফিস আদেশের মাধ্যমে নিয়োগ পরীক্ষার কেন্দ্রগুলো নিশ্চিত করেছেন। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে দুজন করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে।

নরসিংদী জেলায় ১৫টি কেন্দ্রে ১৪ হাজার ২শ’ ৫১ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

এদিকে পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মো. মাসুম বিল্লাহ জানান,  বুধবার সকালে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে কক্ষ পর্যবেক্ষকদের সাথে এক ম বিনিময় সভা অনুষ্ঠিত হয়। পাঁচদোনা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ৪৪ জন শিক্ষককে  নিয়োগ পরীক্ষার দায়িত্ব পালনের সরকারি নির্দেশনা সম্পর্কে অবহিত করা হয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য  সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

জনপ্রিয়