ঢাকা রোববার, ০৫ মে ২০২৪ , ২১ বৈশাখ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

বেসিক ব্যাংক থেকে আমানত তোলার হিড়িক

অর্থনীতি

বাণিজ্য ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৪, ২৫ এপ্রিল ২০২৪

সর্বশেষ

বেসিক ব্যাংক থেকে আমানত তোলার হিড়িক

ব্যাংক একীভূতকরণের খবরে সঞ্চয় হারানোর ভয়ে বেড়েছে আমানত উত্তোলন। এতে সবচেয়ে বেশি চাপে রয়েছে রাষ্ট্রীয়মালিকানাধীন বেসিক ব্যাংক। পূর্ণ প্রস্তুতি না নিয়ে একীভূতকরণ প্রক্রিয়া শুরু করাতেই এমন পরিস্থিতি বলছেন বিশ্লেষকরা।

২০০৭ খ্রিষ্টাব্দ থেকে বেসিক ব্যাংকের কারওয়ান বাজার শাখায় হিসাব খোলেন ব্যবসায়ী মোহাম্মদ জানে আলম। আমানতের সঙ্গে রয়েছে ব্যাংকটিতে ঋণও। সম্প্রতি বেসরকারি খাতের সিটি ব্যাংকের সঙ্গে বেসিকের একীভূতর খবরে আতঙ্কিত তিনি। এসেছেন আমানতের অর্থ তুলে নিতে।

আমানত হারানোর একই ভয় ব্যাংকটির একযুগের গ্রাহক প্রকৌশলী ইলিয়াস আলীরও। আমানত তুলে নিতে চাচ্ছে অনেক সরকারি প্রতিষ্ঠানও।

একীভূতকরণের খবরে সম্প্রতি ২ হাজার কোটি টাকার বেশি আমানত উঠিয়ে নেয় বেসিক ব্যাংকের গ্রাহকরা। আমানত উত্তোলনের বাড়তি চাপ পড়েছে একীভূত হওয়া অন্যান্য ব্যাংকসহ পুরো ব্যাংক খাতেই। বাংলাদেশ ব্যাংকের হিসাবে জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারির তুলনায় আমানতের প্রবৃদ্ধি মাত্র এক শতাংশ। একীভূতকরণ নিয়ে নিয়ন্ত্রণ সংস্থার পূর্ণ প্রস্তুতির অভাবেই এমন পরিস্থিতি বলে মনে করছেন বিশ্লেষকরা।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালহেউদ্দিন আহমেদ বলেন, কোন ব্যাংক কার সঙ্গে একীভূতকরণ করা আগে কেন্দ্রীয় ব্যাংক বা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে যথেষ্ট প্রস্তুতি নিতে হবে।  গাইড লাইন ঠিক করতে হবে। বাংলাদেশে এখন যেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক যেই গাইডলাইন দিয়েছে সেটা স্বয়ংসম্পূর্ণ না।

জনপ্রিয়