
রাঙামাটিতে অভিযান চালিয়ে অস্ত্র-গোলাবারুদ জব্দ
রাঙামাটির কাউখালী উপজেলায় অভিযান চালিয়ে ইউপিডিএফের এক গোপন আস্তানা থেকে অস্ত্র ও সরঞ্জাম জব্দ করেছে সেনাবাহিনী। জব্দ করা অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে- একটি পিস্তল, ১৭ রাউন্ড পিস্তলের গুলি, একটি বাইনোকুলার, কয়েকটি ওয়াকিটকি সেট, একটি হার্ডডিস্ক, ইউপিডিএফ সদস্যদের ইউনিফর্ম ও চাঁদা আদায়ের রশিদসহ বিভিন্ন সরঞ্জাম।
শুক্রবার (৭ মার্চ) ভোরে রাঙামাটির কাউখালি উপজেলার পানছড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয় বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, অভিযানের সময় সেনাবাহিনী ইউপিডিএফ (মূল) সদস্যদের একটি গোপন আস্তানার সন্ধান পায়। সেনাসদস্যদের উপস্থিতি টের পেয়ে ইউপিডিএফ সদস্যরা দ্রুত পালিয়ে যায়।
পরে সেখানে তল্লাশি চালিয়ে একটি পিস্তল, ১৭ রাউন্ড পিস্তলের গুলি, একটি বাইনোকুলার, কয়েকটি ওয়াকিটকি সেট, একটি হার্ডডিস্ক, সন্ত ইউনিফর্ম ও চাঁদা আদায়ের রশিদসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, এ ঘটনায় রাঙামাটির কাউখালী থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।