ঢাকা বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৬ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

নারী কমিশনের মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা চলছে: রেজাউল করীম

দেশবার্তা

প্রকাশিত: ১৬:০১, ৩০ এপ্রিল ২০২৫

সর্বশেষ

নারী কমিশনের মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা চলছে: রেজাউল করীম

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, আপনারা জনগণের ভোটের সরকার নয় 
আমাদেরকে রাস্তায় নামিয়ে আপনাদের মুখোমুখি করে ফ্যাসিস্টরা যেনো সুযোগ না নিতে পারে সেটা মাথায় রাখতে হবে।

তিনি বলেন, আওয়ামী ফ্যাসিস্টরা নারী কমিশনের মাধ্যমে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। 

বুধবার (৩০ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিটিউশনে জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এ সময় বক্তারা, সরকার পতিত স্বৈরাচারের জঞ্জাল পরিষ্কারের লক্ষ্যে যে সামগ্রিক সংস্কার উদ্যোগ গ্রহণ করেছে, তা জনসমর্থনপুষ্ট একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিলো বটে। সংবিধান সংস্কার কমিশনের মতো কিছু কমিশন জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছে। কিন্তু নারী বিষয়ক সংস্কার কমিশন যে সুপারিশমালা পেশ করেছে, তা দেশের বিশ্বাস, মূল্যবোধ ও ঐতিহ্যের সম্পূর্ণ পরিপন্থী এবং সরাসরি ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।

বক্তারা আরো বলেন, এই কমিশনের বেশ কিছু সুপারিশ এমন, যা পশ্চিমা মতবাদ দ্বারা অনুপ্রাণিত এবং বাংলাদেশের সামাজিক বাস্তবতা, নারীসমাজের প্রকৃত চাহিদা ও জীবনসংগ্রামের সম্পূর্ণ বিপরীত। নারীপাচার, যৌন নিপীড়ন ও দারিদ্র্যজনিত কারণে যারা পতিতাবৃত্তিতে বাধ্য হচ্ছেন, তাদের পুনর্বাসন ও সমাজে স্বাভাবিক জীবন নিশ্চিত করার কথা থাকলেও কমিশন বরং এই ব্যাধিকে পেশা হিসেবে স্বীকৃতি দিয়ে নারীর জন্য অভিশপ্ত জীবনকে আইনি বৈধতা দেয়ার অপচেষ্টা করেছে।
 

জনপ্রিয়