ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ , ১০ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ঘোড়ার মাংস বিক্রি বন্ধ

দেশবার্তা

আমাদের বার্তা, গাজীপুর

প্রকাশিত: ১০:১৩, ১৯ মার্চ ২০২৫

সর্বশেষ

ঘোড়ার মাংস বিক্রি বন্ধ

গাজীপুরের হায়দারবাদ এলাকায় ঘোড়া জবাই ও মাংস বিক্রি বন্ধের অভিযানে নেমে এক বিক্রেতাকে ‘সতর্ক করে দিয়েছে’ ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৮ মার্চ) মহানগরীর হায়দরাবাদ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট জালাল উদ্দিন এ অভিযান চালান।

জালাল উদ্দিন বলেন, দেশে ঘোড়া জবাই ও মাংস বিক্রি অপ্রচলিত। তাই বিভিন্ন মহল থেকে ঘোড়া জবাই ও মাংস বিক্রিতে আপত্তি ওঠায় অভিযান চালানো হয়। এক বিক্রেতাকে ঘোড়ার মাংস বিক্রি বন্ধ করতে বলা হয়েছে। তাকে বলা হয়েছে, আবার বিক্রি করলে জেল-জরিমানাও হতে পারে।

অভিযানের সময় গাজীপুরের প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ শাহীন মিয়া উপস্থিত ছিলেন। তিনি বলেন, ২০১১ খ্রিষ্টাব্দের পশু জবাই ও মান নিয়ন্ত্রণ আইন অনুযায়ী, স্বাস্থ্য পরীক্ষা না করে এবং কোনো সনদ ছাড়া পশু জবাই ও মাংস বিক্রি দণ্ডনীয়। এক বছরের জেলও হতে পারে।

স্থানীয়রা ভ্রাম্যমাণ আদালতকে বলেন, সম্প্রতি দুবাই ফেরত এক যুবক এক বন্ধুকে সঙ্গে নিয়ে ঘোড়ার মাংস বিক্রির প্রচলন শুরু করেন। চাহিদা বাড়তে থাকায় আড়াইশ টাকা কেজির মাংস তিন থেকে সাড়ে তিনশ টাকায় বিক্রি হচ্ছিল।

ঘোড়ার মাংস বিক্রির বিষয়টি সংবাদমাধ্যমসহ সামাজিক যোগাযোগমাধ্যমে এলে সমালোচনা শুরু হয়।
 

জনপ্রিয়