ঢাকা বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৬ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ভোলায় ছাত্রদল নেতার হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

দেশবার্তা

আমাদের বার্তা, ভোলা

প্রকাশিত: ১৫:১৮, ৯ এপ্রিল ২০২৫

আপডেট: ১৫:১৮, ৯ এপ্রিল ২০২৫

সর্বশেষ

ভোলায় ছাত্রদল নেতার হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

ভোলার মনপুরায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ নির্মাণকাজকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে ছাত্রদল নেতা মো. রাশেদ হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন, মামলার প্রধান আসামি গিয়াস উদ্দিন মিঝি, মো. হালিম মিঝি ও মো. করিম মিঝি।

বুধবার (৯ এপ্রিল) সকালে ভোলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান। তিনি জানান, মঙ্গলবার (৮ এপ্রিল) ঢাকার গুলশান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

তিনি বলেন, গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, ১৯ মার্চ মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের নুর উদ্দিন মার্কেট এলাকার একটি নির্মাণাধীন বেড়িবাঁধ এলাকায় স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে সহিংস সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. রাশেদ গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে সেদিন রাতেই তার মৃত্যু হয়। নিহতের ভাই ২০ মার্চ মনপুরা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামিরা পলাতক ছিলেন।

জনপ্রিয়