ঢাকা রোববার, ১১ মে ২০২৫ , ২৭ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

গতিপথ পরিবর্তন হলে দেশে আঘাত হানবে সিত্রাং

দেশবার্তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪২, ২৩ অক্টোবর ২০২২

আপডেট: ১৬:৪৩, ২৩ অক্টোবর ২০২২

সর্বশেষ

গতিপথ পরিবর্তন হলে দেশে আঘাত হানবে সিত্রাং

সচিবালয়ে ঘূর্ণিঝড়সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে কথা বলেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। 

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আজ রোববার সন্ধ্যায় ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। ঘূর্ণিঝড়ে রূপ নিলে সোমবার (২৪ অক্টোবর) দিবাগত রাত থেকে মঙ্গলবার (২৫ অক্টোবর) সন্ধ্যার মধ্যে এটি আঘাত হানার সম্ভাবনা রয়েছে। 

আজ রোববার সচিবালয়ে ঘূর্ণিঝড়সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রতিমন্ত্রী। 

সাগরে গভীর নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়েসাগরে গভীর নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে
প্রতিমন্ত্রী বলেন, ‘নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে এটির নাম হবে সিত্রাং। এখন এটির যে গতিপথ রয়েছে, তা যদি পরিবর্তন না হয় তাহলে এটি ভারতের ভুবনেশ্বর ও পশ্চিম বাংলায় আঘাত হানবে। আর এটি যদি পরিবর্তন হয়, সে ক্ষেত্রে এটি দেশের উপকূলের ১৯ জেলার ৭৩০ কিলোমিটার এলাকায় আঘাত করবে। এটির গতিবেগ হতে পারে ঘণ্টায় ৯০ থেকে ১১০ কিলোমিটার।’ 

শক্তিশালী হয়েছে নিম্নচাপ, ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেতশক্তিশালী হয়েছে নিম্নচাপ, ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত
প্রতিমন্ত্রী বলেন, ‘গত তিন বছরে যে ঘূর্ণিঝড় হয়েছে, তার মধ্যে এই সিত্রাং বেশি এলাকায় বিস্তৃত হবে। এটি মোকাবিলায় আমাদের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। যে সমস্ত উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে, সেসব এলাকায় শুকনো খাবার ও জরুরি ত্রাণসহায়তা পাঠানো হচ্ছে।’

জনপ্রিয়