ঢাকা রোববার, ১১ মে ২০২৫ , ২৭ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

চাকরির মেয়াদ বাড়লো জননিরাপত্তা সচিবের 

দেশবার্তা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০০:০০, ২৫ মে ২০২৩

সর্বশেষ

চাকরির মেয়াদ বাড়লো জননিরাপত্তা সচিবের 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমানকে স্বাভাবিক চাকরি মেয়াদ শেষে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। গতকাল বুধবার তার সরকারি চাকরি থেকে অবসরে যাওয়ার তারিখ নির্ধারিত ছিলো। একই দিন তার চাকরির মেয়াদ এক বছর বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব রফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪৯ অনুযায়ী বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ও সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমানকে তার অবসর-উত্তর ছুটি ও তদসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে আগামী ২৫ মে অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ দেয়া হলো। এ চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।
চুক্তিভিত্তিক নিয়োগে থাকা অবস্থায় তার অবসরোত্তর ছুটিসহ অন্যান্য সুযোগ–সুবিধা স্থগিত থাকবে। অর্থাৎ, চুক্তিভিক্তিক নিয়োগ শেষে তিনি অবসরোত্তর ছুটিসহ অন্যান্য সুযোগ–সুবিধা ভোগ করতে পারবেন।
এর আগে গত মঙ্গলবার তাকে পদোন্নতি দিয়ে সিনিয়র সচিব করা হয়। জননিরাপত্তা বিভাগে যোগদানের আগে তিনি ভূমি মন্ত্রণালয়ের সচিব ছিলেন। চলতি বছরের ২ এপ্রিল তিনি জননিরাপত্তা বিভাগের সচিব হিসেবে যোগ দেন।

জনপ্রিয়