ঢাকা রোববার, ১১ মে ২০২৫ , ২৭ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

বাবা-মাকে নির্যাতন, ছেলে কারাগারে

দেশবার্তা

আমাদের বার্তা, ময়মনসিংহ 

প্রকাশিত: ০০:০০, ২৬ মে ২০২৩

সর্বশেষ

বাবা-মাকে নির্যাতন, ছেলে কারাগারে

ময়মনসিংহের হালুয়াঘাটে বৃদ্ধ বাবা-মাকে নির্যাতন ও ভরণপোষণ আইনে দায়ের করা মামলায় ছেলে অনিককে (২২) গ্রেফতার করেছে পুলিশ। ছেলের হাতে নির্যাতিত হয়ে নিরুপায় বাবা হালুয়াঘাট থানায় মামলাটি দায়ের করেন। গত বুধবার বিকেলে আদালতের মাধ্যমে অনিককে কারাগারে পাঠিয়েছে পুলিশ। 
বুধবার সকালে নিজ বাড়ি থেকে অনিককে গ্রেফতার করে দুপুরে আদালতে সোপর্দ করে হালুয়াঘাট থানা পুলিশ। অনিক উপজেলার হালুয়াঘাট পৌরশহরের আকনপাড়া এলাকার নূরুল ইসলাম মীর ও জাহানারা দম্পতির ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, বৃদ্ধ বাবা-মাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন অনিক। তিনি গত ২২ মে সকালে মা জাহানারা বেগমের কাছে নেশার জন্য টাকা চান। টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে মায়ের গলা চেপে ধরেন। এমন নানাভাবে নিযার্তনের শিকার হয়ে বাবা তার ছেলের বিরুদ্ধে মামলা করেন।
বৃদ্ধ বাবা নূরুল ইসলাম দৈনিক আমাদের বার্তাকে বলেন, ছেলেটা ভালোই ছিলো। কিন্তু সে এখন নেশাগ্রস্তদের সঙ্গ নিয়েছে। টাকা না পেলেই আমাদের নানাভাবে নির্যাতন করে। তাই থানায় অভিযোগ করতে বাধ্য হয়েছি।
হালুয়াঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায় বলেন, অনিককে গ্রেফতারের পর প্রয়োজনীয় ব্যবস্থা শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জনপ্রিয়