ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ , ১৩ বৈশাখ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

কেসিসি নির্বাচনে ১২ জনের মনোনয়নপত্র প্রত্যাহার

দেশবার্তা

আমাদের বার্তা, খুলনা

প্রকাশিত: ০০:০০, ২৬ মে ২০২৩

সর্বশেষ

কেসিসি নির্বাচনে ১২ জনের মনোনয়নপত্র প্রত্যাহার

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে ১২ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। যাঁরা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন তাঁরা সবাই সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ছিলেন। গতকাল বৃহস্পতিবার ছিল প্রত্যাহারের শেষ দিন।
রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে জানা গেছে, নির্বাচনে মেয়র পদে ৭ জন, সাধারণ ৩১টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ১৫৬ জন ও সংরক্ষিত ১০টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ৩৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে ১৮ মে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে মেয়র পদের ৪ জন, সাধারণ কাউন্সিলর পদের ১২ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদের ২ জনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। তবে আপিল করে মেয়র পদের একজন, সাধারণ কাউন্সিলর পদের চারজন ও সংরক্ষিত কাউন্সিলর পদের দুজন মনোনয়নপত্র ফিরে পান। এছাড়া গতকাল বৃহস্পতিবার শেষ দিনে শুধু সাধারণ ওয়ার্ডের ১২ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

মনোনয়নপত্র প্রত্যাহারকারীরা হলেন ৩ নম্বর ওয়ার্ডের শেখ আবদুল হাই, ৫ নম্বর ওয়ার্ডের মো. হারুন-অর-রশিদ, ৬ নম্বর ওয়ার্ডের শেখ লুৎফর রহমান, ৭ নম্বর ওয়ার্ডের শেখ তারেক, ১০ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ ইমাম উদ্দিন আহম্মেদ, ১৪ নম্বর ওয়ার্ডের আবদুর রশিদ শেখ, ১৫ নম্বর ওয়ার্ডের সমীর কুমার দত্ত, ১৬ নম্বর ওয়ার্ডের তাহেরা খাতুন, ২১ নম্বর ওয়ার্ডের মো. আক্তারুজ্জামান ও মুক্তা বেগম, ২৫ নম্বর ওয়ার্ডের মোছা. নাজমুন্নাহার এবং ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হোসনে আরা।
খুলনা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন বলেন, মোট ১২ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে বর্তমানে ১৭৯ জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এর মধ্যে মেয়র পদে ৪ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৯ জন ও সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।  

জনপ্রিয়