ঢাকা রোববার, ১১ মে ২০২৫ , ২৭ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করতে টাঙ্গাইলে নামমাত্র মূল্যে গাছ বিক্রি 

দেশবার্তা

আমাদের বার্তা,  টাঙ্গাইল 

প্রকাশিত: ০০:০০, ৫ জুন ২০২৩

সর্বশেষ

পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করতে টাঙ্গাইলে নামমাত্র মূল্যে গাছ বিক্রি 

টাঙ্গাইলে নামমাত্র মূল্য মাত্র ১০ টাকায় বিভিন্ন ধরনের গাছ বিক্রির উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন শিশুদের জন্য ফাউন্ডেশন ও যুবদের জন্য ফাউন্ডেশন। গতকাল রোরবার দুপুরে শহরের নিরালা মোড় শহীদ মিনার চত্ত্বরে এ আয়োজন করা হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন শিশুদের জন্য ফাউন্ডেশন ও যুবদের জন্য ফাউন্ডেশন এই আয়োজন করেছে বলে আয়োজকরা জানিয়েছেন। পরিবেশ রক্ষায় সবাইকে উদ্বুদ্ধ করতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে। সেগুন, আকাশমনি, আমলকি, হরতকি, বহেরা, বাসক, শতমূলী, কাঁঠাল, পেয়ারা, জলপাই, কদবেল, আতা, চালতা, লটকন, ড্রাগন ফলসহ ২৪ প্রজাতির দেড় শতাধিক গাছ ১০ টাকা মূল্যে বিক্রি করা হয়েছে।
সংগঠনের উপদেষ্টা সাংস্কৃতিক কর্মী সাম্য রহমান বলেন, আমরা যে পরিমাণ গাছ কাটছি তার অর্ধেক গাছও রোপণ হচ্ছে না। মানুষের মাঝে পরিবেশ সচেতনতা বাড়াতে আমাদের এ আয়োজন। পরবর্তীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্বল্পমূল্যে গাছ বিক্রির উদ্যোগ নেয়া হবে। 
১০ টাকায় গাছ বিক্রি কর্মসূচির উদ্যোক্তা মুঈদ হাসান তড়িৎ জানান, এ আয়োজনে দেড় শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছ স্বল্পমূল্যে মাত্র ১০ টাকায় বিক্রি করা হয়েছে। প্লাস্টিক দূষণ রোধ ও পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ রোপণে জনগণ ও শিক্ষার্থীদের আগ্রহী করতেই আমাদের এ উদ্যোগ। অন্তত মাসে একবার আমরা ১০ টাকায় গাছ বিক্রি করবো। বিত্তবানেরা এগিয়ে এলে আরো বড় পরিসরে এই আয়োজন করতে চাই।

জনপ্রিয়