ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

দেবোত্তর সম্পত্তিতে ভূমি অফিসের কাজ স্থগিত 

দেশবার্তা

আমাদের বার্তা, ঝালকাঠি

প্রকাশিত: ০০:০০, ১৮ মে ২০২৩

সর্বশেষ

দেবোত্তর সম্পত্তিতে ভূমি অফিসের কাজ স্থগিত 

উত্তেজনাকর পরিস্থিতিতে অবশেষে দেবোত্তর সম্পত্তিতে জেলা প্রশাসনের নির্মাণাধীন পৌর ভূমি অফিসের কাজ স্থগিত করা হয়েছে। নিজ সভাকক্ষে জরুরি বৈঠক করে গতকাল বুধবার বিকেলে এ তথ্য জানান জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। জেলার হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এ সভায় উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক বলেন, আপাতত ওই জমিতে পৌর ভূমি অফিস নির্মাণের কাজ বন্ধ করা হয়েছে। বিষয়টি নিয়ে হিন্দু নেতৃবৃন্দের সাথে আরো আলোচনা করা হবে।
জানা যায়, ২৪০ বছরের ঐতিহ্যবাহী ঝালকাঠি শহরের কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরের জমিতে গত বছর পৌর ভূমি অফিস নির্মাণের কাজ শুরু করে জেলা প্রশাসন। পরে হিন্দু নেতৃবৃন্দ কাজ বন্ধের দাবিতে আদালতে মামলা করলে আদালত নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দেয়। সম্প্রতি ভূমি অফিস নির্মাণ কাজ আবারো শুরু করলে ফুঁসে ওঠেন জেলার সর্বস্তরের হিন্দু জনসাধারণ। মানববন্ধন ও অবস্থানসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন তারা। উচ্চ আদালতেও এ নিয়ে মামলা হয়।
এ বিষয়ে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব পিনাকী দাস বলেন, ২৪০ বছরের ঐতিহ্যবাহী ঝালকাঠি শহরের কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরের জমিতে পৌর ভূমি অফিস নির্মাণ জীবন থাকতে মেনে নেবো না। দেবোত্তর সম্পত্তির ওই জমিতে মন্দিরের পুকুর ছিলো। এ জমির দাগ নং ১৩৭১ জমির পরিমাণ ১৪ পয়েন্ট ৪০ শতাংশ। ধর্মীয় অনুভূতিতে চরম আঘাতের পাশাপাশি একটি জলাশয় দখল করে তার ওপর ভূমি অফিস নির্মাণের অপচেষ্টা চরম আইন লঙ্ঘন। 

জনপ্রিয়