ঢাকা বুধবার, ০৪ অক্টোবর ২০২৩ , ১৮ আশ্বিন ১৪৩০ আর্কাইভস ই পেপার

Udvash
Retina
Retina
Udvash
Retina
Retina

ভারতের সঙ্গে ‘বাণিজ্য মিশন’ স্থগিত কানাডার

অর্থনীতি

বাণিজ্য ডেস্ক

প্রকাশিত: ১৯:০৬, ১৭ সেপ্টেম্বর ২০২৩

সর্বশেষ

ভারতের সঙ্গে ‘বাণিজ্য মিশন’ স্থগিত কানাডার

ভারতের সঙ্গে পূর্বঘোষিত ‘বাণিজ্য মিশন’ স্থগিতের ঘোষণা দিয়েছে কানাডা। আগামী অক্টোবরে এ বিষয়ে দুই দেশের বৈঠকের কথা থাকলেও তা স্থগিতের ঘোষণা দিয়েছেন কানাডীয় বাণিজ্যমন্ত্রী ম্যারি নাগের মুখপাত্র শান্তি কোসেন্টিনো। যদিও স্থগিত করার পেছনে কোনো কারণ উল্লেখ করা হয়নি। খবর গালফ নিউজ।

শান্তি কোসেন্টিনো বলেছেন, ‘ভারতে আসন্ন বাণিজ্য আলোচনা স্থগিত করছি আমরা।’ এর আগে ভারতীয় কর্মকর্তারা সাংবাদিকদের জানিয়েছিলেন, কানাডায় রাজনৈতিক ইস্যুতে বাণিজ্য চুক্তি আলোচনা স্থগিত করা হচ্ছে। চলতি বছরের মে মাসে কানাডার বাণিজ্যমন্ত্রী ম্যারি নাগ এবং ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়াল যৌথ বিবৃতিতে জানিয়েছিলেন, বছরের শেষ নাগাদ দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো হবে। বর্তমান ঘোষণার মাধ্যমে মিশনটি মুখ থুবড়ে পড়লো।
ভারত-কানাডা টানাপড়েন টের পাওয়া যাচ্ছিলো জি২০ সম্মেলন থেকেই। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাস্টিন ট্রুডোর সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় বসেননি। বিষয়টি বিশ্লেষকদের মধ্যে প্রশ্ন তৈরি করে। দিল্লিতে কানাডার প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় তিনি ৩৬ ঘণ্টা অতিরিক্ত অবস্থান করেছেন। 

শিখস ফর জাস্টিস (এসএফজে) নামের একটি সংগঠন পাঞ্জাবের স্বাধীনতার দাবিতে গণভোটের ডাক দেয়। কানাডা ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রচারণা চালানো হয় তখন। ভারতে নিষিদ্ধ খালিস্তানপন্থীদের কানাডায় বিতর্কিত কার্যক্রমের জেরে দিল্লি-অটোয়ার সম্পর্কে অবনতি ঘটে। বিতর্ক নতুন করে উসকে দেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লিতে সদ্য শেষ হওয়া জি২০ সম্মেলনের একপর্যায়ে তিনি শিখ ইস্যুতে কানাডার অবস্থানের সমালোচনা করেন।  

জি২০ সম্মেলনে মোদি-ট্রুডোর বৈঠক হওয়ার প্রত্যাশা করেছিলেন রাজনীতিবোদ্ধারা। কিন্তু তা হয়নি। এমনকি বিদায় জানানোর সময়ও মোদিকে দেখা যায়নি। ভারত সরকারের কেন্দ্রীয় এক মন্ত্রী বিদায় জানান কানাডার প্রধানমন্ত্রীকে। 

জনপ্রিয়