
বাংলাদেশের স্থানীয় ব্যাংক হিসেবে সফলতার সাথে প্রথম আন্তর্জাতিক ফ্যাক্টরিং লেনদেন সম্পন্ন করেছে বেসরকারি প্রাইম ব্যাংক পিএলসি। ব্যাংকটির এই অর্জন তাদের নেতৃত্বকে আরো উদ্ভাবনী আর্থিক সেবা চালুর প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে। প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও. রশিদ ক্রেডিট কভারেজের আওতায় রপ্তানি প্রাপ্য অর্থায়নের কৌশলগত গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে রপ্তানি খাতের প্রবৃদ্ধিতে নীতি সহায়তার জন্য বাংলাদেশ ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন - বিজ্ঞপ্তি