ঢাকা বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ , ১২ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ভোমরা স্থলবন্দরে ৯০৮ কোটি টাকা রাজস্ব আদায়

অর্থনীতি

বাণিজ্য ডেস্ক

প্রকাশিত: ২০:২২, ২৯ জুলাই ২০২৪

সর্বশেষ

ভোমরা স্থলবন্দরে ৯০৮ কোটি টাকা রাজস্ব আদায়

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে গত অর্থবছরের তুলনায় চলতি ২০২৩-২৪ অর্থবছরে রাজস্ব আদায় বৃদ্ধি পেয়েছে ২৭৫ দশমিক ৮৬ কোটি টাকা। এতে গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি হয়েছে ৪৩ দশমিক ৬৭ শতাংশ। যদিও এই সময় ৬ লাখ ৫৪ হাজার ৮৯৩ মেট্রিক টন পণ্য কম আমদানি হয়েছে।

ভোমরা স্থলবন্দর শুল্ক স্টেশনের হতে তথ্যে জানা যায়, এই শুল্ক স্টেশনে ২০২৩-২৪ চলতি অর্থবছরে রাজস্ব আদায় হয়েছে ৯০৭ দশমিক ৫৮ কোটি টাকা, যা গত ২০২২-২৩ অর্থবছরে ছিলো ৬৩১ দশমিক ৭২ কোটি টাকা। গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে রাজস্ব আদায় বৃদ্ধি পেয়েছে ২৭৫ দশমিক ৮৬ কোটি টাকা।

শুল্ক স্টেশনের তথ্যে আরো জানা যায়, ২০২২-২৩ গত অর্থবছরে রপ্তানিকৃত পণ্যবাহী গাড়ির সংখ্যা ছিলো ২১ হাজার ৬২৭টি এবং ২০২৩-২৪ চলতি অর্থবছরে রপ্তানিকৃত পণ্যবাহী গাড়ির সংখ্যা ২৪ হাজার ৫৮০টি। যা গত অর্থবছরের তুলনা চলতি অর্থবছরে রপ্তানিকৃত গাড়ির সংখ্যা বৃদ্ধি পেয়েছে ১৩ দশমিক ৬৫ শতাংশ।

দেশের আমদানি ও রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে বেনাপোল স্থলবন্দরের পরেই সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের অবস্থান। দিনে গড়ে ২০০ থেকে ২৫০টি ভারতীয় পণ্যবাহী ট্রাকের মাধ্যমে বিভিন্ন ধরনের ভোগ্যপণ্য, আবশ্যকীয় পণ্য ও ইন্ডাস্ট্রিয়াল পণ্য আমদানি হয়ে থাকে ওই স্থলবন্দর দিয়ে। বাংলাদেশ থেকে ভারতে প্রতিদিন গড় ৫০ থেকে ১০০ পণ্যবাহী ট্রাকে বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি হয়ে থাকে। এছাড়া প্রতিদিন ৮০০ থেকে ১ হাজার জন পার্সপোর্টধারী যাত্রী বাংলাদেশ থেকে ভারত ও ভারত থেকে বাংলাদেশে আসা যাওয়া করেন।
 

জনপ্রিয়