ঢাকা শনিবার, ২৫ মার্চ ২০২৩ , ১০ চৈত্র ১৪২৯ আর্কাইভস ই পেপার

Udvash
Retina
Retina
Udvash
Retina
Retina

ভারতে পেঁয়াজ নিয়ে বিপাকে চাষীরা, দাম নেই 

অর্থনীতি

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫:০৩, ১৬ মার্চ ২০২৩

সর্বশেষ

ভারতে পেঁয়াজ নিয়ে বিপাকে চাষীরা, দাম নেই 

পশ্চিম ভারতের রাজ্য মহারাষ্ট্রে পেঁয়াজ নিয়ে বিপাকে পড়েছেন চাষীরা। ন্যায্যমূল্য না পাওয়ায় চাষীদের মাঝে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। তারা ন্যায্যমূল্যের দাবিতে মুম্বাই পর্যন্ত ২০০ কিলোমিটারের পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছেন তারা। খবর: বিবিসি’র। 

চাষীদের বিক্ষোভের মুখে রাজ্য সরকার পেঁয়াজচাষীদের জন্য অর্থসহায়তা ঘোষণা করেছেন। কিন্তু চাষীরা সে ঘোষণাকে নাকচ করে দিয়েছেন। তারা ন্যায্যমূল্যের দাবিতে অনড়।

মহারাষ্ট্রের নাসিক এলাকার বড় একটি পারিবারিক কৃষি খামার নামদেব ঠাকরেতে ক্ষেত্রে সারি সারি পেঁয়াজ পঁচে যাচ্ছে। দাম না থাকায় ক্ষেত থেকে তোলাই হচ্ছে না পেঁয়াজ। প্রায় প্রতিবছরই ভারতের চাষীরা পেঁয়াজের দাম নিয়ে বিপাকে থাকেন।

নাসিকের কৃষকেরা জানান, পাইকারি বাজারে ১০০ কেজি পেঁয়াজ ২০০ থেকে ৪০০ রুপিতে বিক্রি হচ্ছে।

কৃষকদের দাবি, প্রতি ১০০ কেজি পেঁয়াজের পাইকারি দাম যেন ১২০০ রুপির বেশি থাকে। 

বছরে ভারত দুই কোটি ৪০ লাখ টনের মতো পেঁয়াজ উৎপাদিত হয়। চীনের পরই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পেঁয়াজ উৎপাদনকারী দেশ ভারত। এক মহারাষ্ট্র রাজ্যেই এর অর্ধেকের বেশি পেঁয়াজ আবাদ হয়। ভারতজুড়ে যা পেঁয়াজ উৎপাদন হয় তার ১০ থেকে ১৫ শতাংশ রপ্তানি করে থাকে দেশটি।

জনপ্রিয়