
২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আন্ডারগ্রাউন্ড (ভূ-গর্ভস্থ) হাই-ভোল্টেজ ক্যাবলস উৎপাদনে স্থানীয় কোম্পানিগুলোকে ৩ শতাংশ উৎসে কর দিতে হবে, যা আগে ২ থেকে ৭ শতাংশ পর্যন্ত দিতে হতো।স্থানীয় উদ্যোক্তারা বলছেন, প্রস্তাবিত বাজাটে হাই-ভোল্টেজ ক্যাবলস উৎপাদনে টিডিএস (ট্যাক্স ডিডাকটেড অ্যাট সোর্স) নির্দিষ্ট করে ৩ শতাংশ করা হলে ক্যাবল শিল্পে তা ইতিবাচক ভূমিকা রাখবে।
বর্তমানে সরকারের মেগা প্রকল্পগুলোতে হাই-ভোল্টেজ ক্যাবল ব্যবহৃত হচ্ছে, যার একটি বড় অংশই আমদানি করা হয় বিদেশ থেকে। সরকার ভূ-গর্ভস্থ বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থাপনে যে উদ্যোগ নিয়েছে, সেক্ষেত্রে হাই-ভোল্টেজ ক্যাবলসের চাহিদা আগামীতে আরও বাড়বে।
সংশ্লিষ্টরা বলছেন, উদ্যোক্তারা এ ধরনের ক্যাবলসে বিনিয়োগ বাড়াবে। কারণ এখন স্থানীয় কোম্পানিগুলো হাই-ভোল্টেজ ক্যাবলস উৎপাদনে এগিয়ে আসছে।
দেশের বৃহত্তম ক্যাবল প্রস্তুতকারক বিআরবি ক্যাবলস ইন্ডাস্ট্রিজ লিমিটেড হাই-ভোল্টেজ কেবল উত্পাদনে ইতোমধ্যেই প্রচুর বিনিয়োগ করেছে।
সারাদেশে বিদ্যুতায়নের পাশাপাশি ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন এবং এসএমই ও হাউজিং সেক্টরসহ ক্রমবর্ধমান শিল্পায়নের কারণে বাংলাদেশে ক্যাবলের বাজার প্রতি বছর গড়ে ২০ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে।
শিল্প সংশ্লিষ্টরা বলছেন, গত এক দশকে দেশীয় ক্যাবলের বাজারের আকার ২ হাজার কোটি টাকা থেকে ১২ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে। বড় ব্র্যান্ডসহ ১২০ টিরও বেশি কোম্পানি মোটা অঙ্কের বিনিয়োগ করেছে। এই খাত দেশে ৫০ হাজারেরও বেশি লোকের কর্মসংস্থান সৃষ্টি করেছে।