
মে মাসে দেশের রপ্তানি আয় হয়েছে ৪.৮৫ বিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৬ শতাংশ বেশি। গত বছরের মে মাসে বাংলাদেশের রপ্তানি আয় ছিলো ৩.৮৩ বিলিয়ন ডলার।
মার্চ ও এপ্রিলে পরপর দুই মাস নেতিবাচক প্রবৃদ্ধির পর রপ্তানি আয় ফের বাড়ল বাংলাদেশের। এপ্রিলে বাংলাদেশের রপ্তানি আয় ছিল ৩.৯৬ বিলিয়ন ডলার, মার্চে ছিল ৪.৬৪ বিলিয়ন ডলার।
গরোববার প্রকাশিত রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী, রপ্তানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় বাড়লেও তা সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ৫.২৯ শতাংশ কম।
এর আগে সরকার মে মাসে ৫.১২ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের লক্ষ্য নির্ধারণ করেছিলো।