ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪ , ১৪ বৈশাখ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

সিকৃবিতে মহান স্বাধীনতা দিবস উদযাপিত 

শিক্ষা

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯:০৩, ২৬ মার্চ ২০২৪

সিকৃবিতে মহান স্বাধীনতা দিবস উদযাপিত 

যথাযোগ্য মর্যাদায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসন ভবন, সকল একাডেমিক ভবন, অফিস ও আবাসিক হলে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ২৬ মার্চ সকাল থেকেই শহীদ মিনারে মুক্তিযুদ্ধ বিষয়ক গান ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান প্রচার শুরু হয়।

স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে প্রশাসন ভবনের সামনে থেকে উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঁঞার নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি সমগ্র ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় রেজিস্ট্রার, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা), প্রক্টরসহ বিভিন্ন স্তরের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা অংশ নেয়। এর পরপরই শিক্ষক সমিতির উদ্যোগে শহীদ মিনারে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ডা. মুহাম্মদ আল মামুনের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঁঞা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এম এম মাহবুব আলম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. ছফিউল্লাহ ভুঁইয়া। এসময় জাতীয় দিবস উদযাপন কমিটির ব্যবস্থাপনায় শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করে পুষ্পস্তবক অর্পন করা হয়। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য, জাতীয় দিবস উদযাপন কমিটি, ডিন কাউন্সিল, প্রভোস্ট কাউন্সিল, প্রক্টর কার্যালয়, বিভিন্ন আবাসিক হল, শিক্ষক সমিতি, অফিসার পরিষদ, কর্মচারী পরিষদ, গণতান্ত্রিক শিক্ষক পরিষদ, সাদা দল, গণতান্ত্রিক অফিসার পরিষদ, কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, ল্যাপ্স, বিভিন্ন অনুষদীয় ছাত্রসমিতি, সিকৃবি সাংবাদিক সমিতি, বিভিন্ন আঞ্চলিক সমিতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। 

এসময় সিকৃবি উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঞা বলেন, ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস, ১৯৭১ খ্রিষ্টাব্দে দেশ স্বাধীনতা লাভ করলেও ১৯৭৫ খ্রিষ্টাব্দে তা আবারো পথ হারিয়েছিলো। সে সময় বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করা নিষিদ্ধ ছিলো। কিন্তু ১৯৯৬তে তারই কন্যার হাত ধরে আবারো বঙ্গবন্ধুর আদর্শ চর্চা করতে সক্ষম। স্বাধীনতার মাত্র ৫৩ বছরে আমরা উন্নতির মহাসড়কে অবস্থান করছি। তবে কিছু অসাধু ব্যক্তির প্রতারণায় বাংলাদেশের উন্নয়নের পথ বাধাগ্রস্ত হচ্ছে। যদি আমরা বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে নিজেদের অবস্থান থেকে সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করি, তাহলে শীঘ্রই সোনার বাংলাদেশ গড়তে সক্ষম হবো।

জনপ্রিয়