ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪ , ১৪ বৈশাখ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

বাউয়েটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

শিক্ষা

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯:২৫, ২৬ মার্চ ২০২৪

বাউয়েটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। দিবসটি উপলক্ষে গত মঙ্গলবার স্কাইলাইট হলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুজ্জামান। 

প্রধান অতিথি বলেন, ‘স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি তাঁর নেতৃত্বে দীর্ঘ নয় মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করেছি স্বাধীনতা।

ইংরেজি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মো. হামিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল মোহাম্মদ হামিদুল হক, পিএসসি (অব.), সিএসই বিভাগের প্রধান প্রফেসর মো. গোলাম সরওয়ার ভূঁইয়া, আইসিই বিভাগের প্রভাষক মো. রাজিব আলী, আইন ও বিচার বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহফুজুর রহমান এবং আইন বিচার বিভাগের শিক্ষার্থী তাসমিনা নুসরাত ও আইসিই বিভাগের শিক্ষার্থী স্বাধীন আহমেদ।

জনপ্রিয়