ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪ , ১৪ বৈশাখ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

শিক্ষা ক্যাডার সমিতির চিঠিতে স্বাধীনতা দিবস ৩০ মার্চ!

শিক্ষা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২০:০১, ২৯ মার্চ ২০২৪

আপডেট: ২০:২৩, ২৯ মার্চ ২০২৪

সর্বশেষ

শিক্ষা ক্যাডার সমিতির চিঠিতে স্বাধীনতা দিবস ৩০ মার্চ!

‘আগামী ৩০ মার্চ, ২০২৪ খ্রি. মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের চ্যালেঞ্জ: শিক্ষা ক্যাডারের ভূমিকা ও করণীয়’ শীর্ষক সেমিনারের আয়োজন করেছে।’ 
 

হুবহু এ কথাটাই লেখা হয়েছে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের আমন্ত্রণপত্রে। এতে তৈরি হয়েছে তুমুল সমালোচনা ও বির্তক। শিক্ষা ক্যাডারসহ বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে খোদ শিক্ষা ক্যাডারদেরই পেশাগত দক্ষতা ও ‘কাণ্ডজ্ঞান’ নিয়ে। কেননা, আমন্ত্রণপত্রের প্রথম বাক্যটির গঠনে ৩০ মার্চকে স্বাধীনতা দিবস বলা হয়েছে বলে বুঝে নেয়ার বিভ্রান্তি তৈরি হয়েছে। প্রকৃতপক্ষে বাংলাদেশের স্বাধীনতা দিবস ২৬ মার্চ, যা আমন্ত্রণপত্রের কোথাও উল্লেখ করা হয়নি। 

আরো পড়ুন : কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে

শুক্রবার ওই আমন্ত্রণপ্রত্রটি দৈনিক আমাদের বার্তার হাতে আসে। আজ শনিবার রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠেয় বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের এই সেমিনারে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. ফরিদ উদ্দিন আহমদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। এতে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির সম্মানিত ফেলো অধ্যাপক ড. রতন সিদ্দিকী।
 

সংগঠনটির সভাপতি প্রফেসর মো. শাহেদুল খবির চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন মোল্যাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

জনপ্রিয়